বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন ম্যাক্সওয়েল
চোট বেশ ভোগাচ্ছে গ্লেন ম্যাক্সওয়েলকে। লম্বা সময় ধরে আছেন মাঠের বাইরে। চলতি বছর খেলেছেন মোটে একটি ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে ফিরেছিলেন দলে, কিন্তু অনুশীলনের চোট আবারও পথ আগলে দাঁড়িয়েছে তার।
ভারতের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে তার ফেরার ক্ষীণ সম্ভাবনা থাকলেও সেটা উবে গেছে এখন। অস্ট্রেলিয়া ক্রিকেট তাকে বিশ্বকাপে চায় পূর্ণ ফিট হিসেবেই।
ম্যাক্সওয়েল এখন নিচ্ছেন সেই প্রস্তুতিই। সম্প্রতি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘মাঠের বাইরে থাকলেও আমার কাছে তা চাপের মনে হচ্ছে না। নির্বাচক আর স্টাফরা আমার সঙ্গেই আছেন। বিশ্বকাপের আগে হাতে সময় আছে বেশ। তাই তারা আমাকে কোনো চাপ দিতে চান না। আমিও তাড়াহুড়ো করছি না একটুও। ফিট হতে বাড়তি সময় নিচ্ছি, যেন পুরো টুর্নামেন্ট খেলতে পারি।’