বিশ্বকাপের দরজা খুলে গেল তাদের জন্য

বিশ্বকাপের দরজা খুলে গেল তাদের জন্য

নিউজিল্যান্ড বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রত্যাশিত ভাবে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরীফুল ইসলামকে। অর্থাৎ নিয়মিত একাদশের ক্রিকেটাররা বিশ্বকাপের আগের এই সিরিজে থাকবেন বিশ্রামে। ইনজুরির কারণে এই সিরিজে থাকছেন না ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। দলের নেতৃত্ব থাকছে লিটন দাসের কাঁধে।

ছয় মাসেরও বেশি সময় পর দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত ওপেনার তামিম ইকবাল। পৌনে তিন বছর পর ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়েছে সৌম্য সরকারের। সেই সাথে ওয়ানডে দলে ফেরানো হয়েছে দুই উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান এবং জাকির হাসানকে। ডাক পেয়েছেন বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে থাকা পেসার সৈয়দ খালেদ আহমেদ। প্রথমবারের মতো ওয়ানডে দলে এসেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী এবং মোহাম্মদ নাঈম শেখ। বিশ্বকাপের স্কোয়াডেও তাদের না থাকার সম্ভবনাই বেশি।

ক্রিকেট পাড়ায় গুঞ্জন, সৌম্য সরকার এবং শেখ মাহেদী হাসান চড়তে পারেন বিশ্বকাপের বিমানে। সেই সাথে এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা তানজিদ তামিমও বিশ্বকাপের পনেরো জনে থাকার সম্ভাবনাই বেশি।

সম্পর্কিত খবর