পাকিস্তান থেকে সরতে পারে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি
সদ্যই শেষ হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে। আগামী দুই বছরেও আছে আইসিসির দুটি ইভেন্ট। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি। দলগুলো মূলত এখন নিজেদের ঝালিয়ে নিচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে। তবে সেসব ছাপিয়ে আলোচনায় এসেছে পরের বছরে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি।
চ্যাম্পিয়নস ট্রফিতে শুরুতে এখনো বাকি দুই বছর। এত আগেই শুরু আলোচনা? যার কেন্দ্রবিন্দু মূলত আয়োজক স্থান। পাকিস্তান আওয়জক দেশ হওয়াতেই এই আলোচনা।
চলতি বছরের এশিয়া কাপ শুধুমাত্র পাকিস্তানেই হওয়ার কথা ছিল। তবে সেখানে ভারতের দল পাঠাতে অস্বীকৃতি জানায় দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। এতে, শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তান-শ্রীলঙ্কা মিলিয়ে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি।
ভারতীয় গণমাধ্যম জি নিউজ ও ডিএনএ ইন্ডিয়ার রিপোর্টে, একটি সূত্র পিটিআইকে বলেছে, ‘পাকিস্তানে নিজেদের দল পাঠাতে আবারও অস্বীকৃতি জানিয়েছেন। সেখানে পিসিবি জানিয়েছে, পরিস্থিতি যেমনই হোক আইসিসিকে একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।’
ভারতীয় গণমাধ্যমগুলোর সূত্রমতে আরও জানা যায়, এমন শঙ্কা আগে থেকেই টের পেয়ে আইসিসির কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়ে রেখেছে পিসিবি।
নতুন ভেন্যু হিসেবে এসেছে সংযুক্ত আরব আমিরাতের নাম। এছাড়াও এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেও হতে পারে আসরটি।