৫ মাস পর বেতন পেলেন নারী ক্রিকেটাররা
বর্তমান সময়ে দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে এটা বলাই যায়, ছেলেদের চেয়ে সফল মেয়েরাই। বিশ্বকাপে ব্যর্থ পারফর্মের সময়ে দেশের মাটিতে সাদা বলের দুই ফরম্যাটেই পাকিস্তান বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে সেই নারী ক্রিকেট দলই বেতন পাননি গত পাঁচ মাস ধরে। এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও হয়েছে। শেষ পর্যন্ত পরিত্রাণ পেয়েছে এই ইস্যু। ক্রিকেটারদের বেতন নিশ্চিত করেছে বিসিবি এবং পৌঁছে গেছে তাদের নিকটে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) শুরু হয়েছে নিউজিল্যান্ড বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। টেস্টের প্রথমদিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বেতনের বিষয়টি নিশ্চিত করেন বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম নাদেল।
সেখানে নাদেল বলেন, ‘আমরা নারী উইং থেকে যে প্রস্তাবনাটা বোর্ডে উপস্থাপন করেছিলাম, সে জায়গায় কিছুটা সংযোজনের বিষয় ছিল। এই কারণেই মূলত অনাকাঙ্ক্ষিত দেরি হয়ে যায়। এবং বেশ খানিকটাই দেরি হয়। আমরা বিষয়টা জানার পরেই, বোর্ড সভাপতি ও সিইওর সঙ্গে কথা বলেছি। তারপরে সেটা প্রসেস হয়েছে এবং আমি যতটুকু জানি খেলোয়াড়দের বেতন তাদের অ্যাকাউন্টে চলে গেছে।’
বেতনের পাশাপাশি নারী ক্রিকেটারদের বোনাস প্রদানের বিষয়টিও নিশ্চিত করেছেন বিসিবির এই পরিচালক। এবং দীর্ঘ এই দেরির জন্য নিজেদের দায় স্বীকার করে নিয়েছেন।