জয়-মুমিনুলের বিদায়ে অস্বস্তি নিয়ে সেশন শেষ

জয়-মুমিনুলের বিদায়ে অস্বস্তি নিয়ে সেশন শেষ

সেশনের শেষ দশ মিনিটে উইকেট খোয়ানোটা যেন রেওয়াজেই পরিণত হয়েছে দলের। প্রথম সেশন শেষের কিছু আগে নাজমুল হোসেন শান্ত বিদায় নিয়েছিলেন। দ্বিতীয় সেশন শেষের আগেও উইকেট খোয়াল বাংলাদেশ, তাও একটা নয়, দুটো। আর তাতেই দেড় সেশন ধরে যে স্বস্তি ভর করেছিল বাংলাদেশ শিবিরে, তা উবে গেছে কিছুটা হলেও। 

দ্বিতীয় সেশনের শুরুটা বাংলাদেশ করেছিল বেশ সতর্কভাবে। মুমিনুল হক আর মাহমুদুল হাসান জয় দেখছিলেন বেশ দেখেশুনে। রান আসছিল খানিকটা ধীরে, তবে তা দলকে স্থিতি দিয়েছিল বেশ।

জয় তুলে নেন ফিফটি, এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকেও। এদিকে মুমিনুলও গুটিগুটি পায়ে এগোচ্ছিলেন ফিফটির দিকে। তবে ফিফটির ১৩ রান আগে গ্লেন ফিলিপসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দল তখন সেশন শেষ করা থেকে দুই ওভারের দূরত্বে দাঁড়িয়ে। 

দলের দুর্দশা এখানেই শেষ নয়। এর পরের ওভারে মাহমুদুল হাসান জয়ও ফিরলেন ইশ সোধির বলে। পুরো সেশনজুড়ে যেভাবে ব্যাট করছিলেন দুজনে, তাতে মনে হচ্ছিল সেশনটা বুঝি দুজন মিলেই শেষ করে দিয়ে আসবেন। কিন্তু সে ভাবনাকে বাস্তবে রূপ নেওয়া থেকে বাধা দিল সেশনের শেষ দশ মিনিটে উইকেট খোয়ানোর 'অভ্যাস'। তাতে সেশনটা খানিকটা অস্বস্তি নিয়েই শেষ করেছে স্বাগতিকরা। 

সম্পর্কিত খবর