ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা পাকিস্তান ক্রিকেটারদের হাফিজের হুঙ্কার
গত কদিন ধরেই হারিস রউফ ইস্যুতে উত্তপ্ত পাকিস্তানের ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট না খেলে ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ খেলতে চেয়েছিলেন তিনি। এবার সেটি নিয়েই ক্রিকেটারদের হুঙ্কার দিয়েছেন টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ।
মূলত, ঘটনার শুরু বিশ্বকাপের পর। ভারত বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে পাকিস্তান। যেখানে দলে রাখতে চেয়েও হারিসকে পায়নি প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। তিনি জানান টেস্ট নয় বিগ ব্যাশ খেলতে যাবেন তিনি। বিষয়টি ভালোভাবে নেননি রিয়াজ। ক্ষোভ ঝাড়েন পিসিবির চুক্তিবদ্ধ এই ক্রিকেটারের ওপর। এবার সেই ইস্যুতেই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা সকল ক্রিকেটারদের সতর্ক করেছেন হাফিজ।
রউফ ইস্যুতে বলেন, ‘হারিস রউফ এক সন্ধ্যায় প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের কাছে গিয়েছিলেন। তারপর কোনো কারণে তিনি খেলতে চাননি। যখন আমরা ফিজিওর রিপোর্ট দেখি, তখন দেখেছি হারিসের টেস্ট ক্রিকেট খেলা নিয়ে কোনো সমস্যা নেই। তাই তাকে বাধ্য করা হচ্ছে এটা ভাবা ভুল।’
‘যদি কেউ মনে করেন যে তিনি লাল বলের ক্রিকেট খেলতে চান না, তবে এটি তার সিদ্ধান্ত। তবে কেন্দ্রীয় চুক্তির সময় বলা হয়েছিল আমাদের প্রয়োজন হলে সব ফরম্যাটের জন্য সমস্ত খেলোয়াড়কে পাওয়া যাবে। কাজেই কেন্দ্রীয় চুক্তির সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের ভাবতে হবে আমরা কাকে কোন ক্যাটাগরিতে নেব।’
বিগ ব্যাশ খেলার জন্য বোর্ডের কাছ থেকে এখনও অনাপত্তিপত্র পাননি রউফ। এদিকে আগামী ৭ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিগ ব্যাশ। ফলে রউফের খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এ ব্যাপারে হাফিজ বলেন, ‘ক্রিকেটারদের প্রথম অগ্রাধিকার হল পাকিস্তানের প্রতিনিধিত্ব করা। এর পরে আসে অন্য সব। সমস্ত কেন্দ্রীয় চুক্তিবদ্ধ এবং ঘরোয়া চুক্তিবদ্ধ খেলোয়াড় যারা আছেন তাদের সবার প্রথম অগ্রাধিকার হতে হবে পাকিস্তান দল।’