সেশনের প্রাপ্তি দুটো উইকেট

সেশনের প্রাপ্তি দুটো উইকেট

‘বাংলাদেশকে আর একটা রানও করতে দেব না আমরা’– কথাটা গত দিনের শেষে বলেছিলেন এজাজ পাটেল। তার দল নিউজিল্যান্ড রেখেছেও। দিনের শুরুর বলেই টিম সাউদি তুলে নিলেন বাংলাদেশের অবশিষ্ট উইকেটটা। বাংলাদেশ অলআউট হয় ৩১০ রান তুলে। এরপর সেশনটা নেহায়েত খারাপ কাটেনি দলের। ৭৮ রান খরচায় টম ল্যাথাম আর ডেভন কনওয়ের উইকেট তুলে নিয়ে গিয়েছে মধ্যাহ্নভোজের বিরতিতে।

বাংলাদেশের বিপক্ষে টম ল্যাথামের গড়টা রীতিমতো ব্র্যাডম্যানীয়, ৯৩ এরও ওপরে। নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ নিয়ে এমনিতেই মাথাব্যথার অন্ত নেই। শেষ কয়েক বছরে যা শুরু হয় ল্যাথামকে দিয়ে। সেই তার উইকেটটা বাংলাদেশ পেয়েছে চেনা একটা ঢঙে।

বাজে বলে স্বাগতিক ব্যাটারদের উইকেট ছুঁড়ে দিয়ে আসা নিয়ে কাল আক্ষেপের অন্ত ছিল না সংবাদ সম্মেলনে আসা মাহমুদুল হাসান জয়ের। আজ সেই বাজে বলেই প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। 

তাইজুল ইসলামের আগের বলে সুইপ করতে গিয়ে পরাস্ত হয়েছিলেন ল্যাথাম। পরের বলটা লেগ স্টাম্পের অনেক বাইরে ঝুলিয়ে দিয়েছিলেন তাইজুল। ল্যাথাম সেটাকেও তাড়া করতে গেলেন ফাইন লেগকে ওপরে দেখে। ভুলটা হলো সেখানেই। প্রত্যাশার চেয়ে বেশি বাউন্সে সর্বনাশ হলো তার। টপ এজড হয়ে ক্যাচ দিলেন নাঈম হাসানের হাতে। 

ওভার তিনেক পর মেহেদি হাসান মিরাজের পাওয়া উইকেটটাকে অবশ্য তেমন বলার উপায় নেই। তার বল ডিফেন্ড করতে গিয়ে ডেভন কনওয়ে ক্যাচ দেন ফরোয়ার্ড শর্ট লেগে থাকা জাকির হাসানের হাতে। এরপরের সময়টা অবশ্য কেন উইলিয়ামসন আর হেনরি নিকলস মিলে নির্বিঘ্নেই পার করে দিয়েছেন। ওই দুই উইকেট প্রাপ্তির ঝুলিতে পুরে বাংলাদেশ গিয়েছে বিরতিতে। 

সম্পর্কিত খবর