ভারতের প্রধান কোচের দায়িত্বে থাকছেন দ্রাবিড়
বিশ্বকাপের পরপরই চুক্তির মেয়াদ শেষ হয়েছিল ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের। শোনা যাচ্ছিল শিরোপা হাতছাড়া হওয়ায় নতুন করে আর জাতীয় দলের সঙ্গে কাজ করতে আগ্রহী নন দ্রাবিড়। নিজের ওপর থেকে চাপ কমাতে চান তিনি।
তবে শেষ পর্যন্ত সেটা গুঞ্জন হিসেবেই থেকেছে। ফের নতুন করে চুক্তির মেয়াদ বেড়েছে রাহুল দ্রাবিড়ের। তার সঙ্গে কাজ করা বাকি কোচিং স্টাফদেরও মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
নতুন মেয়াদে আগামী ২০২৪ সালের জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি। আর তার এই নতুন মেয়াদের কাজ শুরু হবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে। আসন্ন ডিসেম্বরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে ভারত। সঙ্গে থাকছে দুটি টেস্ট ম্যাচ।
নতুন করে দায়িত্ব পেয়ে দ্রাবিড় বলেন, ‘টিম ইন্ডিয়ার সাথে কাটানো গত দুই বছর সময়টা স্মরণীয় ছিল। একসাথে, আমরা অনেক কিছুর সাক্ষী হয়েছি। এই যাত্রায় গ্রুপের মধ্যে সমর্থন এবং বন্ধুত্ব অসাধারণ ছিল।’
দ্রাবিড় আরও বলেন, ‘ড্রেসিংরুমে আমরা যে সংস্কৃতি স্থাপন করেছি তার জন্য আমি সত্যিকার অর্থে গর্বিত। এটি এমন একটি সংস্কৃতি যা বিজয় বা প্রতিকূলতার মুহূর্তে স্থিতিস্থাপক থাকে। আমাদের দলের যে দক্ষতা এবং প্রতিভা রয়েছে তা অসাধারণ, এবং আমরা যা জোর দিয়েছি তা অনুসরণ করা হচ্ছে। সঠিক প্রক্রিয়া এবং আমাদের প্রস্তুতির সাথে লেগে থাকা, যা সামগ্রিক ফলাফলের উপর সরাসরি প্রভাব ফেলেছে।’
উল্লেখ্য, দ্রাবিড়ের সময়কালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে দলটি। সেই সঙ্গে খেলেছে বিশ্বকাপের ফাইনাল। যদিও কোনোটিতেই শিরোপা জেতা হয়নি ভারতের। তবে এশিয়া কাপ ট্রফি জিতেছিল তার দল।