সকালের ঝড়ে লিড পেল নিউজিল্যান্ড

সকালের ঝড়ে লিড পেল নিউজিল্যান্ড

লিডটা বাংলাদেশই পাবে বলে মনে হচ্ছিল। শেষ দুই উইকেট ছিল নিউজিল্যান্ডের হাতে, সামনে ছিল ৪৪ রান। তৃতীয় দিন সকালে তা তুলে ফেলতে পারবেন সাউদি-জেমিসনরা, তা কে ভেবেছিল? কিউইরা শেষমেশ করেছে তাই। শেষ দুই উইকেট তুলে নিতে বাংলাদেশকে খরচা করতে হয়েছে ৫১ রান। আর তাতেই নিউজিল্যান্ড পেয়ে গেছে ৭ রানের মহামূল্য লিড। অলআউট হয়েছে ৩১৭ রানে।

কোচ লুক রঙ্কি অবশ্য গতকাল সংবাদ সম্মেলনেই জানিয়ে গিয়েছিলেন, শেষের ব্যাটারদের ওপর আস্থা আছে তার, নিউজিল্যান্ড লিড পেয়ে যাবে বলে বিশ্বাসও ছিল। শেষে হলো সেটাই।

দিনের শুরুটা টিম সাউদি আর কাইল জেমিসন মিলে শুরু করেছিলেন সতর্কভাবে। এরপর সময় যত গড়িয়েছে, বাজে বল পেলেই শাস্তি দিয়েছেন। প্রায় প্রতি ওভারেই তুলে নিয়েছেন একটি করে বাউন্ডারি। 

তাদের ৫২ রানের জুটিটা শেষমেশ ভাঙেন মুমিনুল হক। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন জেমিসন। সে ওভারেরই শেষ বলে টিম সাউদিকেও বোল্ড করে সাজঘরের পথ দেখান মুমিনুল। নিউজিল্যান্ড ৭ রানের লিড নিয়ে ইনিংস শেষ করে ৩১৭ রানে। 

সম্পর্কিত খবর