নির্বিঘ্নে সেশন শেষ বাংলাদেশের
লিড পেতে পারত, সেটা ছোটোখাটো নয়, বড়ই হতে পারত। অনেক কিছুই হতে পারত। শেষমেশ হয়নি। বাংলাদেশ শেষমেশ লিডটা পায়ইনি। উল্টো নিউজিল্যান্ড লিড নিয়েছে ৭ রানের। তৃতীয় দিনের প্রথম সেশনে অবশ্য সেটা পার করে ফেলেছে বাংলাদেশ। দিনের প্রথম সেশনটা নির্বিঘ্নেই পার করে দিয়ে এসেছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় আর জাকির হাসান মিলে।
বাংলাদেশের ছোট যে লিড পাওয়ার সম্ভাবনা ছিল, তাও উবে গেছে দিনের প্রথম দশ ওভারে। কাইল জেমিসন আর টিম সাউদি মিলে রান তুলেছেন দ্রুতগতিতে। ৪৪ রান পিছিয়ে ছিল নিউজিল্যান্ড। সেটাও পেরিয়ে যায় তখনই।
জেমিসনকে ফিরিয়ে সে জুটি ভাঙেন খণ্ডকালীন স্পিনার মুমিনুল হক। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান তাকে। সে ওভারের পঞ্চম বলে টিম সাউদিরও বিদায় ঘটল মুমিনুলের বলে বোল্ড হয়ে।
ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার জাকির আর জয়ের কল্যাণে বেশ স্থিতধীই শুরুই করে বাংলাদেশ। সেশনটাতেও আর কোনো ভুল করেনি দল। স্কোরবোর্ডে ১৯ রান তুলে শেষ যায় মধ্যাহ্ন বিরতিতে।