শান্ত-মুমিনুলের ব্যাটে বাংলাদেশের আশা
শুরুর দুটো উইকেট দ্বিতীয় সেশনে বাংলাদেশকে খানিকটা ভড়কেই দিয়েছিল। স্কোরবোর্ডে রান মোটে ২৬, তাতেই নেই দুই উইকেট। ভড়কে যাওয়াটাই স্বাভাবিক ছিল। তবে নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক ভড়কে যাননি। দুজন মিলে ছুটিয়ে চলেছেন বাংলাদেশের রানের ঘোড়া। তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশ তুলে ফেলেছে ১১১ রান, উইকেট ওই দুটোই। তাতেই বাংলাদেশ দেখছে বড় লিডের আশা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আগের সেশনটা বাংলাদেশ নির্বিঘ্নেই পার করে দিয়েছিল দুই ওপেনার মাহমুদুল হাসান জয় আর জাকির হাসানের ব্যাটে চড়ে। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই গড়বড় পাকিয়ে ফেললেন জাকির। এজাজ পাটেলের ভেতরে ঢুকতে থাকা বলটার লাইন মিস করে বসলেন, পড়লেন এলবিডব্লিউর ফাঁদে।
একটু পর মাহমুদুল হাসান জয় পড়লেন দুর্ভাগ্যজনক রান আউটের কাটায়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্ট্রেট ড্রাইভ করেছিলেন, তা টিম সাউদির হাত ছুঁয়ে গিয়ে ভাঙে নন স্ট্রাইকারের স্টাম্প, তখন জয় ছিলেন ক্রিজের বাইরে। প্রথম ইনিংসে সর্বোচ্চ রান ছিল তার। দ্বিতীয় ইনিংসেও থিতু হচ্ছিলেন। তবে তার আগেই ইনিংস শেষ হয় রান আউটের কাটায় পড়ে।
দ্রুত দুটো উইকেট চলে যাওয়ায় ধসের শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। তবে শেষমেশ মুমিনুল হক আর শান্ত মিলে সেটা সামাল দিয়েছেন ভালোভাবেই। স্থিতধী ব্যাটিংয়ে শুরুর ধাক্কাটা সামলেছেন। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খেলেছেন স্ট্রোকের ফুলঝুরিও।
দুজন মিলে কিউই বোলারদের হতাশ করেছেন পুরো সেশন জুড়েই। ফিফটির দেখা এখনো কেউ পাননি। তবে ফিফটি থেকে শান্ত আছেন দুই আর মুমিনুল আছেন ১২ রানের দূরত্বে। দুজনের জুটি ১২ রান যোগ করতে পারলেই ছুঁয়ে ফেলবে তিন অঙ্ক।
বাংলাদেশের লিড অবশ্য ইতোমধ্যেই তিন অঙ্ক ছুঁয়ে ফেলেছে। বর্তমানে স্বাগতিকরা এগিয়ে আছে ১০৪ রানে।