আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাকিবকে তলব

আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাকিবকে তলব

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ ক্রিকেট তারকা ও মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসানকে তলব করেছে নির্বাচন কমিশনের অনুসন্ধান কমিটি। সাকিবকে স্বশরীরে হাজির হয়ে এর ব্যাখ্যা দেয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আপনি (সাকিব আল হাসান) মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হওয়ার পর গত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা যাওয়ার সময় পথিমধ্যে কামারখালি থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং সেখানে গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। এতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এর দ্বারা আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণবিধি ২০০৮ এর ৬ (ঘ), ৮ (ক), ১০ (ক) ও ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচনি অনুসন্ধান কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত, মাগুরা) সত্যব্রত শিকদার তাকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে বলেন।

এই আইন ভঙ্গের কারণে কেন সাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না, সেটি আগামী ১ ডিসেম্বর স্বশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য সাকিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

মনোনয়ন ফরম তোলা ও জমা দেয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সারা দেশে রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা।

নির্বাচন কমিশনারসহ বিভিন্ন দলগুলোর সাথে একাধিক বৈঠক করছে প্রতিনিধি দলগুলো। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কাজ করছে নির্বাচন কমিশন।

সম্পর্কিত খবর