নিউজিল্যান্ড সফরে অধিনায়ক শান্ত, ফিরেছেন সৌম্য

নিউজিল্যান্ড সফরে অধিনায়ক শান্ত, ফিরেছেন সৌম্য

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ঘরের মাঠে টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হাসান শান্ত। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বের ভার পড়েছে তার কাঁধে। আসন্ন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন তিনি। নির্বাচনী ব্যস্ততা ও আঙুলের চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক সাকিব।

সবশেষ বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শেখ মেহেদী ও নাসুম আহমেদ। নতুন করে দলে ফেরানো হয়েছে আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, রিশাদ হোসেন ও রাকিবুল হাসানকে। এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন শান্ত। তার ডেপুটি হবেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

ওয়ানডের মতো টি-টোয়েন্টি দলও ঘোষণা করা হয়েছে এদিন। ওয়ানডে দলের বাইরে এই দলে জায়গা হয়েছে শেখ মেহেদীর, সঙ্গে শামীম হোসেন ও তানভীর ইসলাম সুযোগ পেয়েছেন।

আগামী ১৭ ডিসেম্বর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে আগামী ২০ ও ২৩ ডিসেম্বর। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪ টায় এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ সময় দুপুর দেড়টায় হলেও তৃতীয় ম্যাচটি শুরু হবে ভোর ৬টায়। 

ওয়ানডে স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল হাসান, তানজিদ হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রকিবুল হাসান।

টি-টোয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

সম্পর্কিত খবর