এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি শ্রীলঙ্কা। সেই ফাইনালে টস ভাগ্য গিয়েছে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকার পক্ষে। টস জিতে তিনি নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

সুপার ফোরের প্রথম দুই ম্যাচ দারুণ দাপটে জিতলেও বাংলাদেশের কাছে হেরে ছন্দপতন হয়েছে ভারতের। অন্যদিকে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে নাটকীয়ভাবে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে শ্রীলঙ্কা।

ফাইনালের আগে লঙ্কান শিবিরে বড় এক ধাক্কা হয়ে এসেছিল মহীশ তিকশানার হ্যামস্ট্রিংয়ের চোট। ভারতের বিপক্ষে ফাইনালে এই স্পিনারের জায়গায় নিয়েছেন লেগ স্পিনার দুশান হেমন্ত।

চোটের কারণে ভারত দল থেকেও ঝরে গেছেন একজন স্পিনার, অক্ষর প্যাটেল। তার জায়গায় একাদশে এসেছেন ওয়াশিংটন সুন্দর। বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়াসহ বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়েছিল ভারত। তারাও ফাইনালে একাদশে নিজেদের জায়গা বুঝে নিয়েছেন।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, দুশান হেমন্ত, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা।

সম্পর্কিত খবর