বিশ্রামে রোহিত-কোহলি, প্রোটিয়া সফরেও টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার
বিশ্বকাপের তিন দিন বাদেই ঘরের মাটিতে শুরু হয়েছে অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে বিশ্রামে আছেন ভারতের মূল সারির বেশিরভাগ ক্রিকেটাররা। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দলে ফিরছেন সবাই। তবে এই সফরেও সাদা বলের দুই ফরম্যাটে বিশ্রামে থাকছেন দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি।
অজি সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকা সফরেও স্বল্প এই ফরম্যাটের দায়িত্ব তার কাঁধেই দিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। তবে বিশ্বকাপে আশানুরূপ পারফর্ম না করায় ওয়ানডে দলে জায়গা মেলেনি সূর্যকুমারের।
রোহিত বিশ্রামে থাকায় তার জায়গায় ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। রোহিত-কোহলি ছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেই বিশ্বকাপের সর্বশেষ আসরের সর্বোচ্চ উইকেটশিকারি মোহাম্মদ শামিও।
চলমান অজি সিরিজ থেকে প্রোটিয়া সিরিজের টি-টোয়েন্টি দলে নেই আবেশ খান, শিবাম দুবে, প্রসিধ কৃষ্ণা ও অক্ষর প্যাটেল। তবে ওয়ানডে দলে আছেন অক্ষর ও আবেশ। ওয়ানডে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন।
ডিসেম্বরের ১০ তারিখ থেকে শুরু করে ২১ তারিখ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে ভারত।
প্রোটিয়া সিরিজে ভারতের টি-টোয়েন্টি দল: যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ–অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার।
প্রোটিয়া সিরিজে ভারতের ওয়ানডে দল: ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পাতিদার, রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, আর্শদীপ সিং, দীপক চাহার।