সকালের তাড়াহুড়োয় বড় লিডের সম্ভাবনা ফিকে

সকালের তাড়াহুড়োয় বড় লিডের সম্ভাবনা ফিকে

‘কত লিড হলে তা নিরাপদ হবে?’

তৃতীয় দিনের শেষে মুমিনুল হকের কাছে প্রশ্নটা ধেয়ে গিয়েছিল। তার দ্বিধা জড়ানো উত্তরটা ছিল, ‘কত রান নিরাপদ, তা বলাটা কঠিন।’ তবে শেষমেশ ৪০০ রানের কাছাকাছি কিছুকে প্রায় নিরাপদ বলে রায় দিয়েছিলেন।

চতুর্থ দিনে বাংলাদেশের লক্ষ্যও তাই হওয়া প্রয়োজন ছিল। দল তা করেছেও। তবে অ্যাপ্রোচে খানিকটা গড়বড় পাকিয়ে গেল যেন। দিনের প্রথম দশ ওভারে এল ৪৯ রান, দুটো উইকেট খরচায়। তাতেই যেন ভিতটা নড়ে গেল একটু। দিনের প্রথম সেশনে শেষমেশ রান উঠল ৯৬, লিড তাতে ৩০০ পেরিয়ে গেল বটে, কিন্তু এই সেশনে খুইয়ে বসা পাঁচটা উইকেট ইঙ্গিত দিচ্ছে, ইনিংস শেষ হতে আর বেশি বাকি নেই। তাতে শঙ্কা জেগেছে ৪০০ ছুঁইছুঁই লিড পাওয়া নিয়েও।

দিনের শুরুতেই নাজমুল হোসেন শান্ত গত হলেন। দিনের শুরুটা করেছিলেন ১০৪ রান নিয়ে, তার সঙ্গে আজ যোগ করতে পারলেন মোটে এক রান। এরপর শাহাদাত হোসেন দিপু এলেন, তিনি খেললেন ওয়ানডে মেজাজে। ১৯ বলে ৪টি চারে ১৮ রান করলেন। মুশফিকুর রহিমও এরপর শান্ত-দিপুর পথ ধরলেন, ফিরলেন ৬৯ রান করে।নুরুল হাসান সোহানও এরপর এলেন, দুই অঙ্কে গেলেন, এরপর উইকেট খোয়ালেন।  

তবে আশার ব্যাপার, মেহেদি হাসান মিরাজ আছেন এখনো। ৩২ রানে অপরাজিত তিনি, তার ব্যাটই একপাশ আগলে রেখেছে এখন পর্যন্ত। বড় লিডের আশা এখনো টিকে আছে তার ব্যাটে চড়েই। সেশনটা বাংলাদেশ শেষ করেছে ৩০৮ রান তুলে, হাতে আছে এখনো তিন উইকেট। উইকেটে মিরাজের সঙ্গে আছেন নাঈম হাসান, এরপর আসবেন তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম। তাদের নিয়ে লড়াইটা চালাতে হবে মিরাজকেই।

সম্পর্কিত খবর