নিউজিল্যান্ডের সামনে ৩৩২ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

নিউজিল্যান্ডের সামনে ৩৩২ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

আগের সেশনটা বাংলাদেশ শেষ করেছিল ৩০১ রানের পুঁজি নিয়ে, হাতে ছিল ৩ উইকেট। বাকি তিন উইকেটে বাংলাদেশ আর মোটে ৩০ রানই যোগ করতে পারল খাতায়। নিউজিল্যান্ডের সামনে তাই লক্ষ্যটা পড়ল ৩৩২ রানের। 

মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে ৯ বল পরই প্রথম উইকেট খুইয়ে বসে বাংলাদেশ। নাঈম হাসান শিকার বনে যান ইশ সোধির। পরের ওভারে তাইজুলও প্যাভিলিয়নমুখো এজাজ পাটেলের বলে ক্যাচ দিয়ে। 

এরপরও যে বাংলাদেশ স্কোরবোর্ডে আরও গোটা বিশেক রান যোগ করল, তা শরিফুল ইসলামের কল্যাণে। তিনি ১০ রান করলেন ৭ বলে, সঙ্গে মেহেদি হাসানকে দেওয়া সঙ্গটা তো ছিলই। মিরাজ ছুঁয়ে ফেলেন ৫০ রানের মাইলফলক। এরপরই শরিফুল বিদায় নেন পাটেলের বলে স্টাম্পড হয়ে। বাংলাদেশের ইনিংস শেষ হয় ৩৩৮ রান তুলে, তাতে পুঁজিটা গিয়ে দাঁড়ায় ৩৩১ রানের। 

নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যটা দাঁড়াল ৩৩২ রানের। নিজেদের ইতিহাসে কখনোই এত বেশি রান তাড়া করে জয়ের কীর্তি নেই কিউইদের। ৩০০ রান তাড়া করে জেতার কীর্তিই আছে মোটে দুটো। ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে ৩২৩ রান তাড়া করে জিতেছিল তাদের, এটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার কীর্তি। দ্বিতীয়টা আবার বাংলাদেশের বিপক্ষেই, ২০০৮ সালে চট্টগ্রামে ৩১৭ রান তাড়া করে জিতে গিয়েছিল ড্যানিয়েল ভেট্টোরির দল। জিততে হলে সেই দুই কীর্তিকেও ছাপিয়ে যেতে হবে কেন উইলিয়ামসনদের। 

সম্পর্কিত খবর