৩ উইকেট তুলে আরও এক সেশন বাংলাদেশের

৩ উইকেট তুলে আরও এক সেশন বাংলাদেশের

লক্ষ্যটা খুব বেশি বড় নয়, আবার ছোটও নয় একেবারে। ৩৩২ রান। নিউজিল্যান্ড তাদের ইতিহাসেই এত রান তাড়া করে জেতেনি এখনো। তবে আধুনিক ক্রিকেটে এ রান খুব বেশি বড় নয়। তাই নিউজিল্যান্ডকে বিপাকে ফেলতে হলে শুরুতে উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। সেটা বাংলাদেশ পেয়েও গেছে। তাও একটা নয়, তিন তিনটে। আর তাতেই সেশন শেষে মুখের হাসিটা চওড়া হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মুখে। 

সেশনের শুরুটা অবশ্য ভালো হয়নি মোটেও। বাংলাদেশ নিজেদের ৩০১ রানের লিডের সঙ্গে যোগ করতে পেরেছিল আর মাত্র ৩০ রান, খুইয়ে বসেছিল ৩টি উইকেট। মেহেদি হাসান মিরাজ ছুঁয়েছিলেন ফিফটি। তাতে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ৩৩২ রানের। 

এই রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার টম ল্যাথামকে খুইয়ে বসে কিউইরা। রানের খাতা খোলার আগেই তাকে সাজঘরে ফেরান শরিফুল ইসলাম।

এরপর অবশ্য কেন উইলিয়ামসন আর ওপেনার ডেভন কনওয়ে মিলে খেলার হাল ধরার একটা চেষ্টা চালিয়েছিলেন। তবে তাইজুল ইসলাম তা হতে দিলেন না শেষমেশ। অফ-মিডল স্টাম্পে ফুলার লেন্থে বলটা ঝুলিয়ে দিয়েছিলেন তিনি, তা ডিফেন্ড করতে সামনে ঝুঁকেছিলেন উইলিয়ামসন, পারেননি; বলটা গিয়ে আঘাত হানে তার প্যাডে। রিভিউ নিয়েছিলেন। তবে শেষমেশ তা আর সফল হয়নি, প্রথম রিপ্লেটা দেখার পরেই যাত্রা শুরু করে দেন সাজঘরের পথে। 

আক্রমণে ফিরে মেহেদি হাসান মিরাজ প্যাভিলিয়নে ফেরত পাঠান হেনরি নিকোলসকে। তার বলে সুইপ করতে গিয়ে বল তুলে দেন আকাশে। শর্ট ফাইন লেগ থেকে দৌড়ে গিয়ে বলটা আয়ত্বে নেন নাঈম হাসান। ৩০ রান তুলতেই তিন উইকেট খুইয়ে বসে নিউজিল্যান্ড।

সম্পর্কিত খবর