ধোনি নয়, আমার সেরা রোহিতই
রবিচন্দ্রন অশ্বিন
ভারতীয় ক্রিকেটে অধিনায়ক হিসেবে হয়তো এমএস ধোনিকেই সবাই সেরা বলবে। কিন্তু আমার চোখে রোহিত শর্মা একজন অসাধারণ ব্যক্তি। সে দলের প্রতিটি খেলোয়াড়কে বোঝে। কার কি পছন্দ তা জানে। আমাদের প্রত্যেকের অপছন্দের জিনিষও আছে। আর রোহিত সেসব বোঝাপড়ার দুর্দান্ত সমন্বয় ঘটায়। সে প্রত্যেকটি ক্রিকেটারকে ব্যক্তিগতভাবে জানার চেষ্টা করে।
বিশ্বকাপে আমি যতদূর খেলেছি তাতে দেখেছি টিম কম্বিনেশনের কাছে বাকি সবকিছু গৌণ। ফাইনালে সুযোগ না পাওয়ায় অনেক সহানুভূতি আমি পেয়েছি। যদিও আমি এই সহানুভূতি থেকে দূরে থাকতে চেয়েছি সবসময়। আমার মনে হয় কিছু জিনিষ আমাদের অন্যের জায়গায় দাঁড়িয়ে চিন্তা করতে হবে। তাহলেই সঠিক দৃষ্টিভঙ্গি ফুটে উঠবে।
আমি যদি রোহিতের জায়গায় থাকতাম, তবে আমি নিজেও জয়ের কম্বিনেশন পরিবর্তন করার ব্যাপারে ১০০ বার চিন্তা করতাম। ফাইনালের আগ পর্যন্ত এই দলটিতে সব কিছুই ঠিকঠাক চলছিল। তাহলে কেন শুধু শুধু একজন পেসারকে বাদ দিয়ে তিনজন স্পিনারকে খেলাবে।
আমি রোহিতের চিন্তার প্রক্রিয়া বুঝতে পারছিলাম। ফাইনালে খেলতে পারাটা অবশ্যই বড় ব্যাপার। আর আমিও সেটি করতে তিন দিন ধরে কঠোর প্রস্তুতি নিচ্ছিলাম। একই সময়ে আমি দলের জন্য উল্লাস করতে ও প্রয়োজনে ফিল্ডিংয়ে মাঠে সর্বোচ্চটা দিয়ে দৌড়াতে প্রস্তুত ছিলাম। আমাকে সুযোগ না দিলে মদ্যপান করতাম। আমি মানসিকভাবে এর জন্যও প্রস্তুত ছিলাম।
রবিচন্দ্রন অশ্বিন : ভারতীয় ক্রিকেটার