স্টেডিয়ামে বিদ্যুৎ নেই ৫ বছর, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হবে তো?

স্টেডিয়ামে বিদ্যুৎ নেই ৫ বছর, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হবে তো?

ঘরের মাঠে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে আজ (শুক্রবার) মাঠে নামবে ভারত। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। তবে আজকের ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কিনা তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

রায়পুরের শহীদ বীর নারায়ণ সিংহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৭.৩০ টায় মুখোমুখি হবে এই দু’দল। তবে আজকের ম্যাচের পরিস্থিতিতে লজ্জায় পড়তে হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। ৩ কোটি ১৬ লক্ষ টাকা বিল জমা দেয়নি ছত্তিসগড় ক্রিকেট সংস্থা, তাই মাঠের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এদিকে ম্যাচটি হওয়ার কথা ফ্লাড লাইটের আলোতে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী, ১৪ বছর ধরে তারা বিদ্যুৎ বিল পরিশোধ করেনি। যার ফলস্বরূপ পাঁচ বছর আগে স্টেডিয়ামের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়। তবে শুক্রবার ম্যাচের জন্য ক্রিকেট সংস্থার অনুরোধে শুধু গ্যালারি ও কমেন্টেটর বক্সে পুনরায় সংযোগ দেওয়া হয়েছে। তবে মাঠের ফ্লাডলাইট গুলো জ্বালানো হবে নিজস্ব জেনারেটর দিয়ে।

এখন পর্যন্ত এই মাঠে একটি মাত্র আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেটি ছিল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। এরপর আজ অজিদের বিপক্ষে ভারতের ম্যাচটি হওয়ার কথা রয়েছে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় ম্যাচটি মাঠে গড়ানো নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

রায়পুর রুরাল সার্কলের দায়িত্বে থাকা অশোক খন্ডেলওয়াল বলেন, ‘ছত্তিসগড় ক্রিকেট সংস্থা যে সাময়িক বিদ্যুতের আয়োজন করেছে, তার পরিমাণ বৃদ্ধি করার জন্য আবেদন করেছে।’

সাময়িক বিদ্যুৎ ব্যবস্থা থেকে ২০০ কিলো ভোল্ট বিদ্যুৎ পাওয়া যাবে। ছত্তীসগঢ় ক্রিকেট সংস্থা সেটাকে ১০০০ কিলো ভোল্ট করার আবেদন করেছে। কিন্তু সেটার কাজ এখনও শুরু হয়নি।

সম্পর্কিত খবর