শেষ দিনে অপেক্ষা ৩ উইকেটের

শেষ দিনে অপেক্ষা ৩ উইকেটের

ম্যাচের নিয়তি কী হতে যাচ্ছে, তা ওই কেন উইলিয়ামসনের বিদায়ের পরই মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল। এরপর প্রশ্নটা ছিল ম্যাচটা নিউজিল্যান্ড পঞ্চম দিনে নিয়ে যেতে পারবে তো? শেষমেশ কিউইরা সে জায়গায় সফল, খেলাটা পঞ্চম দিনেই গড়াচ্ছে। তবে তার আগে যা হয়ে গেল, তা দলটার ব্যর্থতারই সাক্ষ্য দিচ্ছে। ৩৩২ রান রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট খুইয়ে বসেছে ইতোমধ্যেই। স্কোরবোর্ডে রান তুলতে পেরেছে মোটে ১১৩। সিলেট টেস্টের পঞ্চম দিনে জিততে হলে তাদের আরও চাই ২১৯ রান, বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ৩ উইকেট। জয়ের প্রতীক্ষায় থাকা দলটা যে বাংলাদেশই থাকবে, তা আর নিশ্চয়ই বলে দিতে হচ্ছে না! 

দ্বিতীয় সেশনেই নিউজিল্যান্ডের তিন উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। এরপর যত সময় গড়িয়েছে, ম্যাচে বাংলাদেশের কবজাটা ততই শক্ত হয়েছে। ম্যাচে ফিরতে হলে সফরকারীদেরকে অতিমানবীয় কিছু করতে হতো। কাউকে খেলতে হতো বড় একটা ইনিংস, গড়তে হতো বিশাল জুটি। কিন্তু নিউজিল্যান্ডকে বাংলাদেশ তা করতে দিলে তো?

দ্বিতীয় সেশনে তাও বাকি বোলারদের দাপট ছিল খানিকটা। কিন্তু শেষ সেশনটা একেবারেই তাইজুল ইসলামের। তিন উইকেট তুলে নিয়েছেন। নিউজিল্যান্ডের যে আশাটা বাকি ছিল, তার ঝড়ে সেটাও উড়ে গেছে বহু দূরে। 

ডেভন কনওয়েকে ফরোয়ার্ড শর্ট লেগে থাকা শাহাদাত হোসেন দিপুর হাতে ক্যাচ তুলিয়ে শুরু। সেশনেরও প্রথম উইকেট ছিল সেটা। এরপর টম ব্লান্ডেল আর কাইল জেমিসনকে তুলে নিয়ে নিজে চলে গেছেন ফাইফারের খুব কাছে, দলকে নিয়ে গেছেন জয়ের দুয়ারে। এই সেশনে অন্য উইকেটটা গেছে নাঈম হাসানের ঝুলিতে। ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে গ্লেন ফিলিপস যখন ইঙ্গিত দিচ্ছিলেন উইকেটে জমে যাওয়ার, ঠিক তখনই তার আঘাত। ফেরান ফিলিপসকে। 

বাংলাদেশ আরও একটা উইকেট পেয়েই গিয়েছিল। শেষ বিকেলে ইশ সোধিকে এলবিডব্লিউ করার জন্য নাঈম হাসানের আবেদনে আঙুল তুলেই দিয়েছিলেন আম্পায়ার, কিন্তু রিভিউ করার পর দেখা গেল বলডা লেগ স্টাম্প মিস করে যেত। উইকেটটা মেলেনি শেষমেশ। শেষ দিনে বাংলাদেশের অপেক্ষাটা তাই গিয়ে ঠেকেছে ৩ উইকেটে।

সম্পর্কিত খবর