এখনো জিতে যাইনি, হুঁশিয়ারি তাইজুলের
ম্যাচটা তো আজই শেষ হয়ে যেতে পারত! শেষ বিকেলে ইশ সোধির পায়ে যখন লাগল নাঈম হাসানের বলটা, আম্পায়ার যখন আঙুল তুলেই দিলেন, ভাবা হচ্ছিল অষ্টম উইকেটের দেখা বুঝি বাংলাদেশ পেয়েই গেল। কিন্তু না, শেষমেশ রিভিউতে দেখা গেল, বলটা লেগ স্টাম্প মিস করে যেত।
বাংলাদেশের অপেক্ষাটা বাড়ল একটু। তবে সে অপেক্ষাটা আমজনতার। খেলোয়াড়দের তো সে কাজটাই শেষ করতে হবে! তাইজুল সেটা মনে করিয়েই দিলেন। হুঁশিয়ারি দিলেন, এখনো জিতে যাইনি!
সংবাদ সম্মেলনে বললেন, ‘এখনও জিতে যাইনি, তবে সর্বোচ্চ চেষ্টাটা করছি।’ সেটা বাংলাদেশ কাল করে ফেললে দলের জন্য বিরাট কিছু হয়েই আসবে তা। কেন? ম্যাচের আগের কন্টেক্সটটা মনে করে দেখুন, মাত্র বাজে একটা বিশ্বকাপ শেষ করে এসে দল রীতিমতো কোণঠাসা ছিল। সে পরিস্থিতিতে এই জয়টা দলকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগটাই এনে দেবে।
তাইজুল এই সম্ভাব্য জয়কে দেখলেন বদলে যাওয়ার নতুন দুয়ার খুলে যাওয়া হিসেবে। বললেন, ‘বড় দলকে হারানোর মজাই আলাদা। বড় দলকে হারালে আত্মবিশ্বাস বাড়ে, দল বদলে যাওয়ার আভাস থাকে।’
৩৩২ রান তোলার জন্য পাঁচের কাছাকাছি সেশন নিউজিল্যান্ডকে ছেড়ে দিয়েছিল বাংলাদেশ। তার দুটো না যেতেই সাত উইকেট হাওয়া নিউজিল্যান্ডের। যেখানে আগের এক দিন দেখে মনে হচ্ছিল, উইকেটটা বুঝি সহায়তাই করছে না বোলারদের। এমন উইকেটে এমন কিছুর পেছনের কৃতিত্বটা তাইজুল দিলেন বোলারদেরই। তার কথা, ‘সকালেও উইকেট এত কঠিন মনে হচ্ছিল না। আমাদের বোলাররা অনেক দুর্দান্ত বোলিং করেছে। ওদের বড় ব্যাটারদের দ্রুত হারানোয় চাপে পড়েছে। বলব না উইকেট খুব খারাপ।’
সব কিছু মিলিয়ে দলের ড্রেসিং রুমের অবস্থাটা বেশ স্বাস্থ্যকর, জানালেন তাইজুল। বললেন, ‘আমি যখন এসেছি, আমরা চেষ্টা করেছি এক হয়ে থাকতে। সবাই যেন সবাইকে বোঝে, চেনে। এখন আলহামদুলিল্লাহ খারাপ না।’ কাল নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারলে তা আরও ভালোর দিকেই যাবে বৈকি!
শেষ দিনে কিউইদের জয়ের জন্য ২১৯ রান দরকার, বাংলাদেশের চাই ৩ উইকেট।
নিউজিল্যান্ড ২য় ইনিংস - ১১৩/৭ (৪৯ ওভার)
বাংলাদেশ ২য় ইনিংস - ৩৩৮
নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭
বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০
টার্গেট - ৩৩২