নির্বাচনে নতুন আগামীতে ভুল হবে না: সাকিব
ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার রাজনীতির মাঠে নেমেই করলেন ভুল। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিয়ে নিজের আসন মাগুরা-১ এ ফিরেই লঙ্ঘন করেন নির্বাচনী আচরণ বিধি। তাকে দেখতে জটলার তৈরি হয় রাস্তায়। বিশাল গাড়িবহর ও উৎসুক জনতার কারণে তৈরি হয় যানজটের। যা প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর ৬ (ঘ), ৮ (ক) , ১০ (ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন করে। এ বিষয়ে ১ ডিসেম্বরের মধ্যে সাকিবকে স্বশরীরে হাজির হয়ে বিষয়টির ব্যাখ্যা দিতে বলে নির্বাচন অনুসন্ধান কমিটি।
সেই জবাব দিতেই শুক্রবার বিকেলে নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান মাগুরার বিজ্ঞ যুগ্ম-১ জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদারের খাস কামরায় হাজির হন সাকিব। জবাব দেন লিখিতভাবে।
এ বিষয়ে সাকিবের আইনজীবী এ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম বলেন, ‘গত ২৯ নভেম্বর সাকিব আল হাসান মাগুরায় আসেন। তখন কামারখালী এলাকায় জমায়েত করে তার ভক্ত ও উৎসুক জনতা। সেখানে ভক্ত ও সাধারণ জনতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সেখানে কোন রাজনৈতিক কর্মসূচি ছিল না। কিংবা দলীয় কাউকে তিনি ডাকেন নি। আমরা নোটিশের জবাবে এসব কথা উল্লেখ করেছি। ভবিষ্যতে আমরা এসব বিষয়ে সতর্ক থাকব। আইন মেনে চলবো।’
এদিন আদালত থেকে বেরিয়ে সাকিব বলেন, ‘গত ২৯ তারিখে আমি ঢাকা থেকে মাগুরায় আসলে আমার ভক্তসহ শহরবাসী আমাকে শুভেচ্ছা জানান। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। আমি নির্বাচনী আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তবে নির্বাচনে এই প্রথম ও নতুন। আগামীতে যেন এরকম ঘটনা না ঘটে সেদিকে আমি দৃষ্টি রাখব।’