প্রোটিয়া সিরিজে শামির খেলা নিয়ে শঙ্কা
চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। তিন ফরম্যাটের জন্যই আলাদা আলাদা দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। শুধুমাত্র লাল বলের ফরম্যাটেই খেলবেন শামি।
তবে সেখানেও শামির খেলা নিয়ে রয়েছে শঙ্কা। গোড়ালিতে চোট পাওয়ায় চিকিৎসা চলছে তার। পুরোপুরি সুস্থ হলে তবেই মাঠে দেখা যাবে বিশ্বকাপে আগুনে পারফরম্যান্স দেখানো এই পেসারকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে মাথায় রেখে আসন্ন সিরিজে টেস্ট দলকে নিয়ে কোনোপ্রকার পরীক্ষা চালাতে চায়নি ভারতের ক্রিকেট বোর্ড। তাই বেশিরভাগ অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই দল সাজানো হয়েছে।
সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে শিরোপার আক্ষেপ রয়ে গেছে ভারতের। তবে ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে দেশের সমর্থকদের এবং বিশ্বজুড়েই সুনাম ও ভালোবাসা কুড়িয়েছেন মোহাম্মদ শামি। তার ঝুলিতে রয়েছে ২৪টি উইকেট, যেটি এই আসরের এবং ভারতের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান (উইকেটকিপার), লোকেশ রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক) ও প্রসিধ কৃষ্ণা।
ভারতের টি–টোয়েন্টি দল: ইয়াশভি জয়সাওয়াল, শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ–অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও দীপক চাহার।
ভারতের ওয়ানডে দল: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পাতিদার, রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সানজু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, আর্শদীপ সিং ও দীপক চাহার।