আইপিএলের সম্প্রচার স্বত্ব ছুঁতে পারে ৫০ বিলিয়ন ডলার
আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল মনে করেন, আগামী দুই দশকের মধ্যে এই লিগের মিডিয়া রাইটস ভ্যালু ৫০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ২০২২ সাল থেকে শুরু করে পাঁচ বছরের জন্য আইপিএলের বর্তমান মিডিয়া রাইটস মূল্য দাঁড়িয়েছে প্রায় ৬.২ বিলিয়ন মার্কিন ডলার।
এমনকি এই অনুমান অনুসারে, জাতীয় ফুটবল লিগের পরে (এনএফএল) দ্বিতীয় সর্বাধিক মূল্যবান লিগ হলো আইপিএল, কারণ আমেরিকান ক্রীড়া সংস্থাটি গত বছর থেকে শুরু করে ১১ বছরের জন্য ১১০ বিলিয়ন ডলারের মিডিয়া চুক্তি করেছে।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ইনোভেশন ল্যাবের লিডারস মিট ইন্ডিয়াতে ধুমাল বলেন, ‘যদি আমাকে দেখতে হয় যে গত ১৫ বছরে এটি কেমন হয়েছে এবং যদি আমাকে অনুমানের ভিত্তিতে যেতে হয়, তবে আমরা আশা করছি যে ২০৪৩ সালের মধ্যে (আইপিএলের) মিডিয়া রাইটস ৫০ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি চলে যাবে।’
মহিলা প্রিমিয়ার লিগ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট খেলাকে সংযুক্ত করার ফলে আর্থিক লাভের আশা প্রকাশ করেছেন ধুমাল,‘আমাদের উদ্ভাবন চালিয়ে যেতে হবে, ভক্তদের ব্যস্ততার দিক থেকে আরও ভাল করতে হবে এবং খেলার মানের দিক থেকে আরও ভাল করতে হবে।’
এছাড়া তিনি আরো বলেন, ‘আইপিএল বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধরে রাখা ক্রিকেট লিগ। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আইপিএল হল সেরা মেক ইন ইন্ডিয়া ব্র্যান্ড। রাষ্ট্র, সংস্কৃতি ও ভাষার দিক থেকে আমরা খুবই বৈচিত্র্যময় একটি দেশ। কিন্তু এটি একটি প্ল্যাটফর্ম (আইপিএল) যা এত ভালভাবে দাঁড়িয়ে গেছে যে আপনি ভারতকে বিশ্বের কাছে প্রদর্শন করতে সক্ষম হন।’