এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ভারতের
টানা দুই হারের পর তৃতীয় ম্যাচে এসে ভারতের রান পাহাড় ডিঙিয়ে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। আভাস দিয়েছিল প্রত্যাবর্তন ঘটিয়ে বিশ্বকাপের মতোই সিরিজ নিশ্চিত করার। অবশ্য শেষ পর্যন্ত সেটি হয়নি। চতুর্থ ম্যাচে ফের হেরে বসেছে অজিরা। ২০ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই ৫ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ভারত। যেখানে কিপটে বোলিংয়ে ভারতের জয়ের নায়ক অক্ষর প্যাটেল।
বিদ্যুৎ সমস্যা মিটিয়ে এদিন নির্ধারিত সময়েই মাঠে গড়িয়েছে ম্যাচ। যেখানে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অজিরা। ব্যাট হাতে এদিনও দুর্দান্ত সূচনা পায় ভারত। অবশ্য পাওয়ার প্লের শেষ বলেই ঘটে বিপত্তি। আগ্রাসী জয়সওয়াল ফিরেন ২৮ বলে ৩৭ রান করে।
এরপর মাঝে কিছুটা খেই হারায় ভারত। ১৩ রানের ব্যবধানে আরও ২ উইকেট হারায় সূর্যকুমার যাদবের দল। রিংকু সিংয় ও জীতেশ সর্মা এসে দলকে টেনে তুলেন। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান আসে রিংকুর ব্যাট থেকে। জীতেশ থাকেন ৩৫ রানে। শেষ দিকে দ্রুত উইকেট পড়লে ভারতের ইনিংস থামে ৯ উইকেটে ১৭৪ রানে।
আগের ম্যাচের তুলনায় স্কোর খানিকটা কম মনে হতেই পারে। তবে সেটা ডিফেন্ড করতে যেই বল করার দরকার ছিল ভারতের সেটা তারা পেরেছে। নিয়মিত বিরতিতে উইকেট তুলেছে ভারত। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারানোর পর ১২৬ রানে ৬ উইকেট নেই অজিদের। দলকে জিতিয়ে আসার দায়িত্ব পরে অধিনায়ক ম্যাথু ওয়েডের ঘাড়ে। একা হাত টানছিলেন তিনি। তবে ততক্ষনে বলের সঙ্গে রানের পার্থক্য বেড়ে গেছে ঢের। তাই শেষ পর্যন্ত ২৩ বলে ৩৬ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি তিনি।
মূলত আজি ব্যাটারদের দমিয়ে রাখার মূল কাজটা করেছেন ভারতীয়দের দুই স্পিনার রবি বিষ্ণয় ও প্যাটেল। দুজনের ৮ ওভারে মাত্র ৩৩ রান তুলতে পেরেছে অজিরা। আর খরচ করেছে ৪ উইকেট। অজিরা মূলত ওখানেই হেরেছে ম্যাচটা। সঙ্গে সিরিজটাও। দুদলের শেষ ম্যাচ আগামী ৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায়।