দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে ভালো লাগছে: তাইজুল

দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে ভালো লাগছে: তাইজুল

দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা তাদের দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন। কিউইদের সামনে দাঁড় করিয়েছেন ৩৩২ রানের রেকর্ড লক্ষ্য। বাকি দায়িত্ব ছিল বোলারদের। সেখানকার গুরু দায়িত্ব নিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিলেন ৬ উইকেট। মূল সারির ব্যাটারদেরই মূলত ফিরিয়েছেন তিনি। 

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এই প্রথম টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। এমন ঐতিহাসিক জয়ের দিনে তাইজুল তুলে নেন তার লাল বলের ক্যারিয়ারের ১২তম ফাইফার। একইসঙ্গে দ্বিতীয়বারের মতো এক টেস্টে নিলেন ১০ উইকেট। দলের জয় এবং ব্যক্তিগত পারফর্মের পর জানিয়েছেন নিজের অনুভূতি। দেশকে সামনে থেকে প্রতিনিধিত্ব করতে পারায় অনেক খুশি দলের অন্যতম এই স্পিনার। 

সিরিজের প্রথম টেস্টে দারুণ এই পারফর্মের জবাবে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তাইজুল। তার এমন পারফর্মের অনুভূতি জানতে চাইলে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অফিশিয়াল ধারাভাষ্যে শামীম চৌধুরীর প্রশ্নে তাইজুল বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচে আপনি যখন পারফর্ম করেন এবং সেখানে যদি আপনি ভাইটাল রোল প্লে করেন, অবশ্যই এটি ভালো লাগার বিষয়। আলহামদুলিল্লাহ্‌, দেশকে ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পেরে ভালো লাগছে।’

পঞ্চম দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল কেবল তিন উইকেট। কিউইদের রাস্তা তখনও অনেক দূরে। সেখানে শুরুটা কিছুটা থিতু হবার আভাস দেন কিউই ব্যাটাররা। তবে পরক্ষণে তাদের ধরাশায়ী করেন স্পিনাররাই। সেই বিলম্বে নিজেদের চিন্তাভাবনা নিয়ে জানতে চাইলে সেখানে তাইজুল বলেন, ‘লাল বলের ক্রিকেটে শেষের দিকে পিচের সিম চলে যায়। সেখানে খনিকটা স্ট্রাগল করতে হয়। তবে আমাদের সেখানে প্ল্যান ছিল। টার্গেট যেহেতে বড় ছিল, প্ল্যান ঠিকঠাক কাজে লাগালে উইকেট যেকোনো সময় পড়বে। সেই বিশ্বাস নিয়েই ছিলাম মাঠে।’

সম্পর্কিত খবর