টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জয়ের রেকর্ড এখন ভারতের  

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জয়ের রেকর্ড এখন ভারতের  

সপ্তাহ দুয়েক আগে ভারতের মাটিতে তাদের কাঁদিয়ে শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। তার তিন বাদেই ভারতের মাটিতে তারা নামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। তবে সেখানে ঘরের মাটিতে এক ম্যাচ হাতে রেখেই দাপটের সঙ্গে সিরিজে জিতে নেয় সূর্যকুমার যাদবের দল। 

প্রথম দুই ম্যাচে একরকম পাত্তাই পায়নি অজিরা। তৃতীয় ম্যাচের ৩৪ ওভারও ছিল স্বাগতিকদের দখলে। তবে সেখানে আরও একবার নিজের জাত চেনান গ্লেন ম্যাক্সওয়েল। তার শতরানে ইনিংসে সিরিজে টিকে থাকে সফরকারীরা। তবে চতুর্থ ম্যাচে তাদের আর সুযোগ দিল না ভারত। সেখানে ২০ রানের জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় সূর্যকুমার যাদবের দল। 

অজিদের বিপক্ষে সিরিজ জয়ের দিনে ভারত গড়েছে অনন্য এক রেকর্ডও। পাকিস্তানকে পেছনে ফেলে পাকিস্তানকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এখন ভারতের। ২২৬ ম্যাচে ১৩৫ জয় নিয়ে এতদিন এই তালিকার শীর্ষে ছিল পাকিস্তান। ১৩ ম্যাচ কম খেলেই তাদের ছাড়িয়ে যায় বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারত। ২১৩ ম্যাচের তাদের জয় ১৩৬টিতে। 

২০০ ম্যাচে ১০২ জয় নিয়ে তালিকার তিনে আছে নিউজিল্যান্ড। ১৭৭ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জয় ৯২টি। 

২০০৬ সাল থেকে এখন পর্যন্ত ১৫৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলছে বাংলাদেশ। যেখানে জয় এসেছে ৫৮ ম্যাচে। ৯৪ ম্যাচেই হারের দেখা পেয়েছে তারা, তিন ম্যাচে আসেনি কোনো ফলাফল। 

সম্পর্কিত খবর