ঐতিহাসিক টেস্ট জয়ে কত পয়েন্ট পেল বাংলাদেশ?  

ঐতিহাসিক টেস্ট জয়ে কত পয়েন্ট পেল বাংলাদেশ?  

কিউইদের বিপক্ষে এর আগে একটি টেস্ট জিতেছিল বাংলাদেশ। সেটি ছিল কিউইদের মাঠেই। এবার ঘরের মাঠেও তাদের হারাল বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চক্র শুরু করলো দল দুটি। 

সিলেট টেস্টে ব্যাটিংয়ে দলীয় পারফরম্যান্সের পর বল হাতে নিজের নৈপুণ্য দেখান তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে দখলে রাখেন ম্যাচ সেরার খেতাবও। 

কিউদের বিপক্ষে এই জয়ে ১২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এতে বর্তমানে বাংলাদেশের অবস্থান পয়েন্ট তালিকার দুইয়ে। দুই ম্যাচের দুটিতেই জিতে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে পাকিস্তান। চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে এই টেস্ট সিরিজ জিতে তারা। 

জুলাইয়ে ক্যারিবীয় সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের একটি জয় একটি ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে ভারত। 

টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ের জন্য ১২ পয়েন্ট, ম্যাচ টাইয়ে ৬ এবং  ড্রয়ের জন্য নির্ধারিত আছে ৪ পয়েন্ট। 

জুন-জুলাইয়ে হয়ে যাওয়া অ্যাশেজটি ড্র হয় ২-২ এ। সেখানে দুই দলের পয়েন্ট থাকার কথা ২৮ করে। তবে স্লো ওভার রেটের কারণে সেই সিরিজে অস্ট্রেলিয়ার কাটা হয় ১০ পয়েন্ট এবং ইংল্যান্ডের ১৯। এতে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে অস্ট্রেলিয়া এবং ৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান ছয়ে।

বাংলাদেশে বিপক্ষে হারা কিউইদের পয়েন্ট শুন্য, তারা আছে তালিকার নয়ে। ৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে পাঁচে, এবং দুই ম্যাচে কোন পয়েন্ট না পাওয়া শ্রীলঙ্কা আছে তালিকার আটে। 

পয়েন্টের শতকরা হিসেবেই মূলত তালিকার অবস্থান। এই চক্রে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি দক্ষিণ আফ্রিকা।

সম্পর্কিত খবর