নিজের কৌশলে দলকেও সফল দেখতে চান অধিনায়ক শান্ত

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৪:৪৯ পিএম | ০২ ডিসেম্বর, ২০২৩

অধিনায়কত্বটা নাজমুল হোসেন শান্তর জন্য নতুন কিছু নয়। বয়সভিত্তিক পর্যায়ে বহুবার অধিনায়কত্ব করেছেন, জাতীয় দলকেও সাদা বলে নেতৃত্ব দিয়েছেন, তাও আবার বিশ্বকাপের মতো মঞ্চে। সর্বোচ্চ স্তরে অধিনায়ক হিসেবে জয় ছিল না একটিও। শান্ত অধরা সেই জয়টা পেলেন সাদা পোশাকে নিজের অধিনায়কত্বের অভিষেকে।

প্রথমবার তার নেতৃত্বে খেলতে নেমে সিলেটে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে প্রথমবার ঘরের মাটিতে হারিয়েছে ১৫০ রানের বড় ব্যবধানে। যেই টেস্টে খেলেনি সাকিব, তামিম, মুস্তাফিজ, লিটন ও তাসকিনের মতো পাঁচ অভিজ্ঞ ক্রিকেটার।

শান্ত অবশ্য এ যাত্রাটা ম্যাচের আগেই জানিয়েছিলেন। বলেছিলেন কী করে সেই তিন ম্যাচ থেকে বোলিং পরিবর্তন, ফিল্ডিং দিয়ে ব্যাটারকে ফাঁদে ফেলার প্রক্রিয়াটা রপ্ত করেছেন। এবার অধিনায়ক হিসেবে দলের কাছেও ওই উন্নতির প্রক্রিয়াটাই চাইছেন তিনি। 

তার কথা, ‘আমরা প্রতি ম্যাচে কীভাবে পরিকল্পনা করে আসতে পারি, আমাদের পরিকল্পনাটা কী, আমাদের প্রসেসটা কী। যেটা আমাদের নিয়ন্ত্রণে আছে, সেটা নিয়মিত করার চেষ্টা করি। আজকের ম্যাচটা জিততে পেরেছি, আজকের ম্যাচে এমন না যে সবকিছু ঠিক ছিল। এ ম্যাচে কী ভুল ছিল এগুলো নিয়ে কীভাবে পরের ম্যাচে পরিকল্পনা করে এগোতে পারি সেটাই আমাদের পরিকল্পনা থাকে।’

নিজের ক্যারিয়ারে একটা বড় সময় ভুগেছেন বেশ। ব্যাটে রান ছিল নাম যে কারণে চক্ষুশূলও হয়েছেন সমর্থকদের। তবে সে সময়টা পেছনে ফেলে ভক্তদের মন জিতেও নিয়েছেন শান্ত। সাদা পোশাকে অধিনায়কত্বের অভিষেকে করেছেন সেঞ্চুরি। তিন অঙ্ক যখন ছুঁলেন, পুরো সিলেট স্টেডিয়ামের গ্যালারির মুখে ছিল তারই নাম। একই দৃশ্য দেখা গেছে ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়েও। 

নিজের প্রক্রিয়াটাই এবার দলের কাছে দেখতে চাইছেন তিনি। তার কথা, ‘অধিনায়ক হিসেবে হারা-জেতা নিয়ে খুব বেশি চিন্তিত না। সত্যি বলছি যে জিনিসটা আমি নিজে করার চেষ্টা করি এবং দলের খেলোয়াড়দের কাছ থেকে চাই প্রসেসটা মেইনটেইন করছে কি না। খেলোয়াড়দের মধ্যে ওই কমিটমেন্টটা আছে কি না। তারা শতভাগ দিচ্ছে কি না। এই জিনিসগুলো সবগুলো হলে ফল অটোমেটিক আসবে। কোনোদিন আমরা জিতবো, কোনোদিন হয়তো জিতবো না। কিন্তু আগেই যদি ফল নিয়ে চিন্তা করি তাহলে কঠিন। এটা আমার ব্যক্তিগত পরিকল্পনা থাকে। আর আরেকটা জিনিস এই ধরনের জয় তো অনুপ্রাণিত করবেই যদি সামনে সুযোগ আসে।’

খেলার দুনিয়া | ফলো করুন :