‘অধিনায়ক হিসেবে উন্নতি করেনি বাবর’

‘অধিনায়ক হিসেবে উন্নতি করেনি বাবর’

ওয়ানডের সেরা দল হিসেবে বিশ্বকাপে পা রেখেছিল বাবর আজমের দল। পাকিস্তান দলকে নিয়ে তাই সমর্থকদের প্রত্যাশাটাও ছিল আকাশচুম্বী। তবে সেই প্রত্যাশার ছিটে ফুটাও পূরণ করতে পারেনি বাবরের দল। টেবিলের ৫ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে পাকিস্তান। এরপরও তো বাবরকে নেতৃত্বটাই হারাতে হয়েছে। যা নিয়েই এবার কথা বলেছেন পাকিস্তানের সাবেক পেসার জুনায়েদ খান। তার মতে অধিনায়ক হিসেবে একদমই উন্নতি করেনি বাবর।

বাবরের আগের অধিনায়ক সরফরাজের সাফল্য টেনে বাবরকে নিয়ে জুনায়েদ বলেন, ‘অধিনায়ক হিসেবে বাবরের উন্নতি হয়নি। আপনি যদি সরফরাজ ভাইকে দেখেন, তবে দেখতে পাবেন অধিনায়ক হিসেবে তিনি নিজের কতটা উন্নতি করেছিলেন। আমরা তার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, টি-টোয়েন্টিতে নম্বর ১ হয়েছি।’

এরপর বাবরকে সমালোচনা করে জুনায়েদ বলেন, ‘লোকে বলে আমরা ওয়ানডেতে ১ নম্বরে ছিলাম। বাবরের অধিনায়কত্বে ১ নম্বর দল হয়েছি। কিন্তু সত্যিটা হলো আমরা দুর্বল দলের বিপক্ষে খেলে ১ নম্বর হয়েছি। বাবর খুব দ্রুত শেখতে পারেন না। তিনি একজন বিশ্বমানের ব্যাটার কিন্তু তার অধিনায়কত্ব ভালো ছিল না।’

বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক প্যাট কামিন্স এবং বিরাট কোহলির মতো সফল আন্তর্জাতিক অধিনায়কের সাথে তুলনা করে জুনায়েদ আরও বলেন, ‘প্যাট কামিন্সের দিকে তাকান, তিনি অস্ট্রেলিয়ার হয়ে ওডিআই বিশ্বকাপ জিতেছেন। তিনি আক্রমণাত্মক কথা বলেন। বিরাট কোহলিও সংগ্রাম করেছে কিন্তু তার মধ্যে আগ্রাসন ছিল। এমএস ধোনির অবসর নেওয়ার পর তাকে সংগ্রাম করতে হয়েছে, কিন্তু এরপরও তার খুব ভাল রেকর্ড রয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘অনেকে বলবে ধোনি এবং স্টিফেন ফ্লেমিং আক্রমণাত্মক ছিলেন না কিন্তু তারা জানতেন কীভাবে একটি দলকে নেতৃত্ব দিতে হয়। বাবরের সেই বৈশিষ্ট্যগুলি নেই। ছেলেদের উৎসাহিত করার জন্য আপনাকে আক্রমণাত্মক হতে হবে। তিনি চার বছর ধরে সমস্ত ফরম্যাটে অধিনায়কত্ব করেছেন তবে কোনও উন্নতি হয়নি।’

সম্পর্কিত খবর