জয়ের নায়ক হয়েও কেন পিছিয়ে তাইজুল

  • নিউজরুম এডিটর
  • ০৯:২০ পিএম | ০২ ডিসেম্বর, ২০২৩

সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে প্রেস কনফারেন্সে ওয়ানডে দলে সুযোগ না পাওয়ার আক্ষেপের কথা বলেছিলেন তাইজুল ইসলাম। হয়তো ভেতরের চাপা কষ্টগুলোই হালকা করছিলেন টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এই বোলার। আর আক্ষেপ থাকবেই না বা কেন? নিজেকে বারবার প্রমাণ করেও তাইজুল যে থাকেন বাদ পড়ার দলে। তবুও তাইজুল নিজের কাজটা করে যান নীরবে, নিভৃতে।

এই যেমন সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে ১০ উইকেট শিকার করেছেন বাঁহাতি এই স্পিনার। দলকে জিতিয়েছেন ১৫০ রানের বড় ব্যবধানে। এনে দিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের গুরুত্বপূর্ণ পয়েন্ট।

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল থাকাকালীন তাঁর ওপর অনেক ভরসা করতেন। অবশ্য টেস্ট বোলারের তকমা পাওয়া তাইজুল, যে কয় ম্যাচেই সুযোগ পেয়েছেন নিজের চেষ্টায় কমতি রাখেননি। তামিমের অধীনে ৯ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট। তবুও বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে তামিম সরে যাওয়ার পর থেকেই যেন ধীরে ধীরে ওয়ানডে দলের রাডার থেকেই ছিটকে গেলেন তাইজুল।

সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলে সুযোগ পাননি। তাঁর বদলে নেয়া হয়েছিল বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। যিনি ছিলেন সে টুর্নামেন্টে ব্যর্থ। এবার চলমান টেস্ট সিরিজে প্রথম ম্যাচেও কিউইদের বিপক্ষে বল হাতে দারুণ করেছেন তাইজুল, বাগিয়ে নিয়েছেন গুণে গুনে ১০ উইকেট। তবুও নিউজিল্যান্ড সফরে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোনোটিতেই রাখা হয়নি তাকে।

সম্প্রতি, গুঞ্জন বিশ্বকাপ চলাকালীন নাকি জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদকে চর মেরেছেন হাথুরু। সে কারণে নাকি আসন্ন এই দুই সিরিজে নাসুমকেও রাখা হয়নি। আবার এই দুই সিরিজে রাখা হয়নি তাইজুলকেও? তাহলে কি হাথুরুর কুটচালেই আরও একবার ওয়ানডে দলের বাইরে তাইজুল? প্রশ্নটা আপনাদের কাছেই তোলা রইল।

খেলার দুনিয়া | ফলো করুন :