ইউরোর শুরুতেই কঠিন পরীক্ষায় ইতালি-ফ্রান্স

ইউরোর শুরুতেই কঠিন পরীক্ষায় ইতালি-ফ্রান্স

সবশেষ ২০২০ ইউরোর শিরোপা উঁচিয়ে ধরেছিল ইতালি। যদিও এরপর বিশ্বকাপে জায়গা না পাওয়ায় কম সমালোচনা হজম করতে হয়নি তাদের। সেই সমালোচনার জবাব হতে পারত জার্মানিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৪ ইউরো। সেখানে অবশ্য শুরুতেই বেশ কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তাদের। গ্রুপ পর্ব পারি দিতে মোকাবেলা করতে হবে স্পেন ও ক্রোয়েশিয়ার মতো দলকে। যাকে বলা হচ্ছে আসন্ন ইউরোর গ্রুপ অব ডেথ। ইতালির মতো কঠিন গ্রুপে পড়েছে ফ্রান্সও।

আগামী বছরের জনু-জুলাইয়ে অনুষ্ঠিত হবে এবারে ইউরো। যেখানে আয়োজক জার্মানিসহ অংশ নেবে মোট ২৪টি দল। যার ড্র’ অনুষ্ঠিত হয়েছিল কাল। দলগুলোকে ভাগ করা হয়েছে ৬টি গ্রুপে। যেখানে প্রতিটি গ্রুপেই জায়গা হয়েছে ৪টি দলের। সেখান থেকে পরবর্তী রাউন্ডে পা রাখতে দুটি করে দল। আর সেই লড়াইয়ে বেশ কঠিন গ্রুপেই পরেছে ইতালি।

গ্রুপ বি তে আলবেনিয়া বাদে বাকি তিন দলই যথেষ্ট শক্তিশালী। কাজেই স্পেন, ইতালি কিংবা ক্রোয়েশিয়ার যে কোনো দলকে ছিটকে যেতে হবে গ্রুপপর্ব থেকেই। ফ্রান্সও খানিকটা কঠিন গ্রুপে পড়েছে। গ্রুপ ডি তে দলটির প্রতিপক্ষ হিসেবে আছে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া। অপর দলটি হবে প্লে–অফ এ থেকে উঠে আসা দল। যেই লড়াইয়ে আছে পোল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড বা এস্তোনিয়ার মতো দল। কাজেই কঠিন গ্রুপ হতে চলেছি এটিও।


২০২৪ ইউরোর গ্রুপপর্ব

গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড

গ্রুপ বি: স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া, আলবেনিয়া

গ্রুপ সি: ইংল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, সার্বিয়া

গ্রুপ ডি: ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, প্লে–অফ এ

গ্রুপ ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, প্লে–অফ বি

গ্রুপ এফ: পর্তুগাল, তুরস্ক, চেকিয়া, প্লে–অফ সি

সম্পর্কিত খবর