কাজ শুরুর আগেই সালমানকে সরিয়ে দিল পিসিবি

কাজ শুরুর আগেই সালমানকে সরিয়ে দিল পিসিবি

বিশ্বকাপ ভরাডুবির পর থেকেই একের পর এক পরিবর্তন দেখছে পাকিস্তানের ক্রিকেট। বাবর আমকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বদল এসেছে কোচিং প্যানেলেও। সেই ধারাবাহিকতায় প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছিল ওয়াহাব রিয়াজকে। এরপর নতুন করে আরও তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রধান নির্বাচকের পরামর্শক হিসেবে কাজ করার জন্য। সেই তালিকাতে ছিলেন সালমান বাট, কামরান আকমল ও রাও ইফতিখার।

শুক্রবার নির্বাচকের পরামর্শক হিসেবে এই তিন জনের নাম ঘোষণার পরপরই শুরু হয় ব্যাপক বিতর্ক। যার কেন্দ্রবিন্দুতে ছিলেন স্পট ফিক্সিংয়ে জড়িয়ে নিষেধাজ্ঞার শিকার হওয়া সালমান বাট। সেই বিতর্কের মুখেই এবার সালমান বাটকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে পিসিবি। বিষয়টি এক সংবাদ সম্মেলনে এসে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক ওয়াহাব।

সালমান বাটকে নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্ত করা নিয়ে ওয়াহাব বলেন, ‘সালমান বাটকে নিয়োগ দেওয়ার কারণে অনেকেই আমার সমালোচনা করছেন। বলা হচ্ছে বন্ধুত্বের কারণে আমি তাকে প্রাধান্য দিয়েছি। এটা মেনে নেওয়া আমার জন্য কষ্টের। আর সে কারণে বাটকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মূলত, ২০১০ সালে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় সালমান বাটকে। সেই নিষেধাজ্ঞা শেষ করে তিনি অবশ্য আর জাতীয় দলে ফিরতে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেট ও পিএসএলে ফিরেছিলেন। ক্রিকেট বিশ্লেষক হিসেবে নিয়ে কাজ করেছেন বিভিন্ন সংবাদমাধ্যমেও।

সম্পর্কিত খবর