অর্থের জন্যই ওয়ানডে ছাড়ছেন ডি কক

অর্থের জন্যই ওয়ানডে ছাড়ছেন ডি কক

কদিন আগেই ওয়ানডে ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন কুইন্টন ডি কক। ঘোষণা দিয়েছেন আসন্ন ভারত বিশ্বকাপেই ইতি টানতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান এই ওপেনার। ওয়ানডেকে বিদায় জানালেও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। মাত্র ৩০ বছর বয়সে তার এমন সিদ্ধান্তের পর প্রশ্ন ছিল কোনো ক্ষোভ নয় তো। নাকি ফ্র্যাঞ্চাইজি লিগে বেশি সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ডি কক। সে সব নিয়েই কথা বলেছেন এই প্রোটিয়া।

দুই বছর আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ডি কক। এখন ওয়ানডে থেকেও নিজেকে সরিয়ে নিচ্ছেন। এর পেছনে কি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোনো ভূমিকা আছে। সেখানে বেশি সময় দিয়ে আরও বেশি টাকা উপার্জন করতেই কি এমনটা করলেন? এমন প্রশ্নে ডি কক বলেন, ‘আমি অস্বীকার করব না যে এটা অবসর নেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখেনি। আমি প্রায় ১০, ১১ বছর ধরে দলে আছি। দলের প্রতি আমার আনুগত্য বজায় রাখার চেষ্টা করেছি। আমার মনে হয় প্রোটিয়া ব্যাজকে উপস্থাপন করতে পেরেছি আমি।’

ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ডি কক বলেন, ‘আমি অস্বীকার করব না যে এখানে প্রচুর অর্থ আছে। আমি নিজেও ক্যারিয়ারের শেষের দিকে আছি, ছেলেরা তাদের ক্যারিয়ার শেষ হওয়ার আগেই আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায়। যে কোনও সাধারণ মানুষই এটা চায়। তবে আমি যদি সত্যিকার অর্থে অনুগত না থাকতাম। তবে আমি পাঁচ বছর আগে এটা করতাম, যখন এটি শুরু হয়েছিল। এখন আমি বড় হয়েছি এবং আমার ক্যারিয়ারের শেষের পথে এসেছে।’

মাত্র ৫৪টি টেস্ট খেলেই কেন অবসর জানিয়েছিলেন ডি কক জানিয়েছেন সেটিও, ‘আমার মনে আছে, টেস্ট ক্যারিয়ারের শেষের দিকে আমি টেস্ট ম্যাচ খেলতে গিয়ে লড়াই করছিলাম। আমি মাত্র ৫৪টি টেস্ট ম্যাচ খেলেছি। এতে লজ্জার কিছু নেই, কেননা অবসর নিয়েছিলাম যাতে অন্য ফরম্যাটে ফোকাস করতে পারি।’

মাত্র ৩০ বছরেই ওয়ানডেকে বিদায় বললেও কোনো আক্ষেপ নেই ডি ককের। বলেন, ‘যখন আমি ছোট ছিলাম, তখন খেলা অনেক সহজ ছিল কারণ তারা জানত আমি কী করতে পারি। আমাদের দলে ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস এবং জেপি ডুমিনির মতো সিনিয়ররা ছিল। তারা আমাকে নিজের মতো খেলতে দিয়েছে। কখনো থামানোর চেষ্টা করেনি এবং বলেছিল যে আমাকে অবশ্যই আক্রমণাত্মক হতে হবে।’

ডি কক আরও বলেন, ‘সময়ের সাথে সাথে অনেক পরিবর্তিত হয়েছে। কোনো না কোনোভাবে, আমি এমন একটি পরিস্থিতিতে খেলার চেষ্টা করি যা আমাদের সামনে রাখা হয়েছে। আমি রান করার অন্য উপায় শিখেছি। কেননা আমাকে সিনিয়র গ্রুপের নিয়ন্ত্রণ নিতে হয়েছিল। আমি ও ডেভিড মিলারের মতো ছেলেরা আমাদের গ্রুপের নেতৃত্ব দিতে হয়েছিল।’

ওয়ানডের পর টি-টোয়েন্টি থেকে বিদায় নিলে তখন তিনি কি করবেন; এমন প্রশ্নে ডি কক বলেন, ‘আমি নিশ্চিত হওয়ার জন্য এক বছর সময় নেব। তারপর বিষয়গুলো নিয়ে ভাবব। আমি আমার সমাজে ফিরে যাব এবং একজন সাধারণ মানুষ হব।’

সম্পর্কিত খবর