প্রোটিয়াদের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছেন জ্যোতিরা 

প্রোটিয়াদের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছেন জ্যোতিরা 

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটেরই সিরিজ জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এতে আত্মবিশ্বাস চাঙ্গা রেখে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে নিগার সুলতানা জ্যোতির দল। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দুই দল। 

স্বল্প ওভারের ফরম্যাট দিয়ে আজ (রোববার) শুরু হচ্ছে জ্যোতিদের প্রোটিয়া সফর। বেনোনিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। কিম্বলিতে সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ৬ ও ৮ ডিসেম্বর। 

১৬, ২০ ও ২৩ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের ওয়ানডে ম্যাচগুলো। এই সিরিজটিও আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে আছে বাংলাদেশ। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট অর্জন করা ভারত আছে শীর্ষে। এই চ্যাম্পিয়নশিপের সেরা ছয় দল খেলবে ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে। 

আসন্ন এই সিরিজে দলে ফিরেছেন শরিফা খাতুন ও লতা মন্ডল। এতে জায়গা হারিয়েছেন সানজিদা আক্তার ও নিশীতা আক্তার নিশি। তবে দুজনেই আছেন স্ট্যান্ডবাই তালিকায়।

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল,  স্বর্ণা আক্তার, রিতু মণি, শরিফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।

স্ট্যান্ডবাই: শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, নিশীতা আক্তার নিশি।

সম্পর্কিত খবর