জন্মদিনে শচীনের গুরুদক্ষিণা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:০৫ পিএম | ০৩ ডিসেম্বর, ২০২৩

শচীন টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি তো বটেই, বিশ্ব ক্রিকেটেও যার সুনাম আকাশছোঁয়া। দুই যুগ ধরে ২২ গজ মাতানো এই ডানহাতি ব্যাটার ক্রিকেট ছেড়েছেন বছর দশেক আগে। 

যার কারণে এই ক্রিকেটারকে ভারতে দেবতাতুল্য সম্মান দেওয়া হয়, তার নাম রমাকান্ত আচরেকার। তার হাতেই যে ছোটবেলায় ক্রিকেটে শচীনের হাতেখড়ি। আজ (রোববার) তার ৯১তম জন্মবার্ষিকী। গুরুর জন্মদিনে তাই তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন শচীন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এর এক পোস্টে আচরেকারকে স্মরণ করে শুভেচ্ছা বার্তা লিখেছেন তিনি। 

সেই পোস্টে শচীন লিখেন, ‘এই মানুষটা আমাকে ক্রিকেটার বানিয়েছেন। তিনি আমাকে যে শিক্ষা দিয়েছেন তা আমার সঙ্গে সারাজীবন থেকে গেছে। আপনার জন্মবার্ষিকীতে আপনাকে আরও বেশি স্মরণ করছি। আপনি আমার জন্য যা কিছু করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আচরেকর স্যার।’

বছর দশেক আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই নিজেকে খেলার মাঠ থেকে প্রায় গুটিয়ে নিয়েছিলেন আচরেকর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগে ২০১৯ সালের ২ জানুয়ারি মারা যান তিনি। 

মুম্বাইয়ের শিবাজি পার্কে ছোটদের ক্রিকেট শেখানো এই কোচ নিজের তরুণ বয়সে ছিলেন ক্রিকেটারই। তবে মাত্র একটিই প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন আচরেকর। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার হয়ে ম্যাচটি ছিল ১৯৬০ সালে। বিপক্ষ দলটি ছিল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ। 

ভারতের ক্রিকেটে অসামান্য অবদানে একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন আচরেকর। কোচ হিসাবে খেলাধুলায় অবদানের জন্য ১৯৯০ সালে তাকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। এছাড়াও ২০১০ সালে পান পদ্মশ্রী পুরস্কার। 

শুধু শচীনই নয়, ভারতের ক্রিকেটকে একাধিক ক্রিকেটার উপহার দিয়েছেন আচরেকর। ছেলেবেলায় তার কাছে ক্রিকেট শিখেছেন বিনোদ কাম্বলি, রমেশ পাওয়ার, অজিত আগরকারদের মতো তারকা ক্রিকেটাররাও। 

খেলার দুনিয়া | ফলো করুন :