উইন্ডিজে ইংলিশদের নতুন শুরু
২০২৩ বিশ্বকাপটা কেটেছে হতাশায়। তবে সেটা এখন অতীত। বিশ্বকাপ হতাশাকে পেছনে ফেলে নতুন শুরুর সামনে দাঁড়িয়ে ‘সদ্য সাবেক’ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। অ্যান্টিগায় আজ সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজের মুখোমুখি হচ্ছে ইংলিশরা।
সিরিজের প্রথম ওয়ানডেতে নামার আগে তিনি জানান, ‘ওটা স্রেফ বাজে একটা টুর্নামেন্ট ছিল। আমরা অনেক দিন ধরে একটা দুর্দান্ত জায়গায় আছি এবং আপনি আমাদের ছেলেদের প্রতিভার গভীরতা দেখতেই পাচ্ছেন। তাদের কে সাদা বলের ক্রিকেটের জন্য তৈরি করতে হবে আমাদের। এটা আমার ওপর দায়িত্ব। নতুন এই দল নিয়ে আমাদের আবারও নিজেদের আগের জায়গায় ফিরে আসতে হবে।’
বিশ্বকাপে বাটলার নিজেরও সময়টা ভালো কাটেনি। রানে ছিলেন না একেবারেই। ফিফটিও পাননি একটি, সর্বোচ্চ রান মোটে ৪৩। পুরো বিশ্বকাপটাই তার জন্য সব দিক থেকে শিক্ষা দিয়েছে একগাদা। তার কথা, ‘এটা আমার জন্য একটি বড় শিক্ষা, আমার নিজের খেলা পরিচালনা করা দলের জন্য অত্যাবশ্যক। এটি করার জন্য বিভিন্ন উপায় খুঁজে বের করতে হবে আমাকে। সেটা হলে আমি একটি পরিষ্কার মন নিয়ে মাঠে যেতে পারব।’