বিসিবির তদন্ত কমিটির মুখোমুখি নির্বাচক নান্নু-বাশার

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:৫৬ পিএম | ০৩ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই নির্বাচকের সঙ্গে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সিলেট মিশন সফল। নির্বাচকদের দেওয়া তারুণ্য নির্ভর দলটা কিউইদের হারিয়েছে দাপট দেখিয়ে। কিন্তু বিশ্বকাপ ভরাডুবির ক্ষতটা এখনো সারেনি। নিজেদের ইতিহাসের সবচাইতে হতাশাজনক বিশ্বকাপ মিশন শেষে কাঠগড়ায় কোচ-নির্বাচকরাও।

বিশ্বকাপের ভরাডুবির আসল কারণ জানতে বিসিবি করেছে তদন্ত কমিটি। রোববার শুরু হয়েছে সেই কমিটির কাজ। সিলেট টেস্ট জয়ের পরদিনই নির্বাচক প্যানেলকে তলব করেছে কমিটি। রাজধানীর গুলশানে বসেছে এই কমিটির কার্যক্রম। রোববার তদন্ত কমিটি ব্যাখ্যা চাইতে ডেকেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে। তার সঙ্গে রয়েছেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন।

তিন সদস্যের এই কমিটিতে আছেন বিসিবি তিন পরিচালক এনায়েত হোসেন সিরাজ; মাহবুব আনাম এবং আকরাম খান। এনায়েত হোসেন সিরাজ আছেন আহ্বায়ক হিসেবে। মাহবুব আনাম ও আকরাম খানকে দেওয়া হয়েছে তদন্ত কমিটির সদস্যের দায়িত্ব। তবে তাদের সঙ্গে মিটিংয়ে উপস্থিত অন্যজন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

শুধু নির্বাচক প্যানেলকেই নয়। তদন্ত কমিটি এরপর ধাপে ধাপে ডাকবে প্রধান কোচ হাথুরুসিংহেও তার সঙ্গে দায়িত্ব পালন করা কোচিং স্টাফদের। বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব করা জাতীয় দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গেও বসবে এই কমিটি।

ভারতের অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের নয় ম্যাচে মাত্র দুই জয়ের হিসেব নিকেশই তদন্তের একমাত্র বিষয় নয়। মাঠের বাইরের অনেক ইস্যুই এখানে প্রাধান্য পাবে।

খেলার দুনিয়া | ফলো করুন :