‘প্রোটিয়া সফরে আমরা কোহলির সেরাটা দেখতে পাব’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে যাচ্ছে ভারত। সাবেক প্রোটিয়ান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলেছেন, আসন্ন সফরে বিরাট কোহলির সেরা রূপটি দেখার আশা রাখছেন তিনি।
১০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের সাদা বলের ম্যাচগুলো থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। ইঞ্জুরির কারণে হার্দিক পান্ডিয়া দলে নেই, তার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন কেএল রাহুল।
ডারবানে প্রথম টি-টোয়েন্টি, ১২ ডিসেম্বর গেবেরা এবং ১৪ ডিসেম্বর জোহানেসবার্গে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও ভারতের নেতৃত্ব দেবেন রাহুল, ১৭ ডিসেম্বর জোহানেসবার্গে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৯ ডিসেম্বর গেবেরা এবং ২১ ডিসেম্বর পার্লে ম্যাচ খেলবে দুই দল।
বহুল প্রত্যাশিত টেস্ট সিরিজ গান্ধী-ম্যান্ডেলা ট্রফির জন্য ফ্রিডম সিরিজ দিয়ে এই সফর শেষ হবে। আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্বর সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট এবং ৩ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি কেপটাউনে দ্বিতীয় টেস্ট খেলবে ভারত।
সিরিজের আগে ডি ভিলিয়ার্স বলেন, তিনি কোহলির সেরাটা দেখতে চান এবং এই সিরিজে কোহলি জ্বলে উঠবেন। এখানে উল্লেখ্য যে, দক্ষিণ আফ্রিকাকে কখনও টেস্ট সিরিজে হারাতে পারেনি ভারত।
‘আমরা কোহলির সেরাটা দেখব। বুক ফুলিয়ে প্রতিপক্ষের সঙ্গে চোখে চোখ রাখা এবং সবার সঙ্গে দাপুটে আচরণ দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। কারণ এই সিরিজে কোহলির ব্যাট গর্জে উঠবে। দক্ষিণ আফ্রিকাকে সতর্ক থাকতে হবে।‘
ডি ভিলিয়ার্স আরও বলেন, 'এই ভারতীয় স্কোয়াড বিশ্বমানের।‘
দক্ষিণ আফ্রিকা সফরে ভারত দলঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋতুরাজ গায়কওয়াড, ইশান কিষাণ (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), প্রসিদ্ধ কৃষ্ণা।