জেসন রয়কে ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

জেসন রয়কে ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৮ দিন বাকি। ভারত-অস্ট্রেলিয়ার মতো ফেবারিট দলগুলো এরই মধ্যে বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এবার জানা গেল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের হয়ে কোন ১৫ জন শিরোপা সুরক্ষার মিশনে মাঠে নামবেন। বড় চমক রয়েছে সে স্কোয়াডে!

বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে বিমানে ওঠা প্রায় নিশ্চিত ছিল ওপেনার জেসন রয়ের। তবে পিঠের পীড়ায় তার বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে গেল। ইংল্যান্ডের নির্বাচকরা শেষ মুহূর্তে চোটে পড়া রয়কে বাদ দিয়েই ঘোষণা করেছে দল। বিশ্বকাপের ১৫ সদস্যের দলে রয়ের জায়গা নিয়েছেন ব্যাটার হ্যারি ব্রুক।

বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের প্রাথমিক দলে ছিলেন রয়। তার খেলার কথা ছিল চলতি মাসে নিউজিল্যান্ডের ব ইপক্ষে চার ওয়ানডের সিরিজেও। কিন্তু পিঠের চোটে একটি ম্যাচেও মাঠে নামা হয়নি রয়ের। তাই চোট শঙ্কায় থাকা রয়কে বিশ্বকাপের চূড়ান্ত দলে না রাখার সিদ্ধান্ত নেন নির্বাচকরা।

রয়ের জায়গায় নিউজিল্যান্ড সিরিজে ওপেনারের ভূমিকায় দারুণ পারফর্ম করেছেন ডাভিড মালান। ৪ ম্যাচে ২৭৭ রান করে হয়েছে সিরিজ সেরা খেলোয়াড়। ওদিকে বেন স্টোকস অবসর ভেঙে ফেরায় বিশ্বকাপ স্কোয়াডে নিজের নিশ্চিত জায়গা খুইয়ে ছিলেন ব্রুক। রয় বাদ পড়ায় ব্রুকও শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে সুযোগ পেলেন, ওদিকে নিউজিল্যান্ড সিরিজে ওপেনিংয়ে ভালো পারফর্ম করায় সে পজিশনে রয়ের জায়গা নিয়ে নিলেন মালান।

বিশ্বকাপে ইংল্যান্ডের ১৫ সদস্যের দল

জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড ম্যালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

সম্পর্কিত খবর