এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক রাব্বি

এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক রাব্বি

২০২৩ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল।

৮ ডিসেম্বর (শুক্রবার) শুরু হবে আসন্ন টুর্নামেন্টটি। ৮ দেশের ১৫ ম্যাচের পর ডিসেম্বরের ১৭ তারিখ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন দল।

আসন্ন টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এছাড়াও ৩ জন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। দলের নিয়মিত সকলকে নিয়েই গঠন করা হয়েছে এই স্কোয়াড। 

এই আসরে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপে তাদের মুখোমুখি হতে হবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও জাপানের। ৯ ডিসেম্বর স্বাগতিকদের বিপক্ষে মাঠে গড়াবে বাংলাদেশের প্রথম ম্যাচ।

দ্বিতীয় ম্যাচ ১১ ডিসেম্বর জাপানের বিপক্ষে এবং শেষ ম্যাচে ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার মোকাবেলা করবে বাংলার যুবারা। বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নিতে পারলে ১৫ ডিসেম্বর সেমির ম্যাচে মাঠে নামবে তারা। সবশেষে ফাইনালে পৌছাতে পারলে ১৭ ডিসেম্বর শিরোপার জন্য লড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আশিকুর রহমান শিবলী (উইকেটরক্ষক), জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরাণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান, রোহানাত দোউল্লাহ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিক, মারুফ মৃধা।

স্ট্যান্ডবাইঃ রিজান হোসেন, নাইম আহমেদ, জেহাদুল হক।

সম্পর্কিত খবর