শেষ ম্যাচেও জিতল ভারত

শেষ ম্যাচেও জিতল ভারত

বিশ্বকাপের চার দিন পর সিরিজ, দুই ফাইনালিস্টের লড়াই হলেও এতে তেমন গুরুত্ব ছিলই না। তার ওপর সিরিজটা ভারতের পকেটে চলে গিয়েছিল আগেভাগেই। পাঁচ টি-টোয়েন্টির সিরিজের শেষ ম্যাচটা তাই একটু বেশিই গুরুত্বহীন ছিল যেন। সে ম্যাচটাও শেষমেশ ভারতই জিতল। অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচে ৬ রানে হারিয়ে সিরিজটা ৪-১ ব্যবধানে এগিয়ে থেকেই শেষ করল সূর্যকুমার যাদবের দল। 

ম্যাচের আগে বৃষ্টি হয়েছিল বেঙ্গালুরুতে। সে কারণে অস্ট্রেলিয়া অধিনায়ক টস জিতে ফিল্ডিং বেছে নেন। ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল আর ঋতুরাজ গায়কোয়াড় অল্প রান তুলেই আউট হন।

মাঝে শ্রেয়াস আইয়ার ৩৭ বলে ৫৩ রান করে দলকে পথহারা হওয়া থেকে রক্ষা করেন। তবে সূর্যকুমার ও রিঙ্কু সিং দুই অঙ্কে যেতে না পারলে চাপটা তার ওপর বেড়েই যাচ্ছিল। শ্রেয়াসের ফিফটির সঙ্গে জিতেশ শর্মার ২৪ আর অক্ষর পাটেলের ৩১ ভারতকে পৌঁছে দেয় ১৬০ রানে।

জবাবে অজিরাও শুরুটা ভালো পায়নি। জশ ফিলিপ ৪ আর ট্র্যাভিস হেড ২৮ রান করে বিদায় নেন। পাওয়ারপ্লের একটু পর অ্যারন হার্ডিও বিদায় নেন। তবে বেন ম্যাকডারমট এক প্রান্ত আগলে রেখে অজিদের আশা দেখাচ্ছিলেন, তুলে নেন ফিফটিও। তাকে সঙ্গ দিচ্ছিলেন টিম ডেভিড, তার বিদায়ের পর ম্যাট শর্ট।

তবে পঞ্চম ব্যাটার হিসেবে তিনি বিদায় নেন দলীয় ১১৬ রানে। এরপর ম্যাথিউ ওয়েড ১৫ বলে ২২ রানের ইনিংস খেলেন বটে, কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি। তার দল শেষমেশ হারে ৬ রানে। ভারত সিরিজটা জেতে ৪-১ ব্যবধানে।

 

সম্পর্কিত খবর