ইংল্যান্ড বধে শাই হোপের ধোনি থিওরি
ম্যাচ জিততে শেষ ১০ ওভারে ১০৬ রান করতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। ইংল্যান্ডের বোলাদের বিপরীতে লক্ষ্যটা কঠিন। উইকেটে থাকা ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ ফলো করলেন ধোনি থিওরি। তাতেই আসল ফল। ৭ বল ও ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেল ক্যারিবীয়রা। ৮৩ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলে জয়ের নায়ক হোপ। ম্যাচ শেষে সেই ধোনি থিওরির কথায় অকপটে জানিয়েছেন হোপ।
ইংল্যান্ডের ৩২৫ রান টপকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়ার পর যা মোটেও সহজ ছিল না ক্যারিবীয়দের জন্য। তার ওপর বলের সঙ্গে রান পার্থক্যটাও বেড়ে দাঁড়িয়েছিল ঢের। সেটা ক্রমান্বয়ে কমিয়ে এনে কীভাবে এমন ভার মুক্ত জয় পেল ওয়েস্ট ইন্ডিজ; হোপের কাছে প্রশ্ন ছিল এমনটিই। উত্তর দিতে গিয়ে ধোনি থিওরির কথা জানিয়েছেন হোপ।
রান তাড়া করায় অবশ্য বরাবরই অন্য সবার থেকে এগিয়ে এমএস ধোনি। ক্রিকেট বিশ্বে তার মতো ফিনিশার হাতে গুনা। সেই ধোনির কাছ থেকেই যে রান তাড়ার মন্ত্রটা আয়ত্ত করেছেন হোপ ম্যাচ শেষে সেটিই অকপটে জানিয়েছেন সবাইকে। হোপ বলেন, ‘‘একজন খুব বিখ্যাত ব্যক্তি, এমএস ধোনির সঙ্গে আমরা কথা হয়েছে। সে আমায় বলছিল, ‘আপনার কাছে সবসময় আপনার ধারণার চেয়ে অনেক বেশি সময় থাকে। আজ এটি আমার ব্যাটিংয়ে দারুণ কাজে দিয়েছে।’
রান চেজ নিয়ে হোপ বলেন, ‘মাঠের দৈর্ঘ্য এবং বাতাস ফ্যাক্টরের কারণে বিশেষ ওভার টার্গেট করাই সবচেয়ে ভাল কাজ ছিল। আমি জানতাম অন্য প্রান্ত থেকে স্কোর করা কঠিন। বিশেষ করে হাওয়ার বিপরীতে…তবে আমি ঠিক করে রেখেছিলাম, যাই ঘটুক না কেন, আমি চেষ্টা করব শেষ ওভারের আগেই ম্যাচটি জেতার। আর আমি সবসময় একটি ওভার হাতে রেখেই খেলা শেষ করার চেষ্টা করি। আমি এটি অন্য কারো কাছে ছেড়ে দিতে চাই না।’