ওয়ার্নার-জনসনের কাদা ছোড়াছুড়িতে হতবাক ক্লার্ক
সাদা পোশাকে ওয়ার্নারকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে তার ভক্তরা। আর কিছুদিন পরই ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন অজি ওপেনার। দীর্ঘদিন অস্ট্রেলিয়াকে সার্ভিস দেওয়ায় ওয়ার্নার হয়তো আশা করেছিলেন তার বিদায়ে কাঁদবে তার ভক্ত ও সতীর্থরা।
না কাঁদলেও অন্তত দীর্ঘ ক্যারিয়ারের জন্য ভালোবাসা ও প্রশংসায় ভাসাবে তাকে। তবে হয়েছে তার উল্টো। যা হয়তো তিনি ভুল করেও কল্পনা করতে পারেননি কখনোই। তার শেষটা হতে চলেছে কাঁদা ছোড়াছুড়ির মধ্যে দিয়ে।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে ওয়ার্নারকে দেখেই ক্ষোভ ঝাড়েন তারই এক সময়ের সতীর্থ মিচেল জনসন। বল টেম্পারিং ইস্যু টেনে প্রশ্ন তুলেন কেন ওয়ার্নারকে এমন আয়োজন করে নায়কের বেশে বিদায় জানানো। যা নিয়ে নির্বাচক জর্জ বেইলির দিকেও আঙুল তুলেছেন তিনি। ওয়ার্নার চুপ থাকলেও বেইলি অবশ্য জবাবটা দিয়েছেন, জনসন মানসিকভাবে সুস্থ কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন।
অবশ্য জনসনের এমন কাণ্ডে হতভাগ হয়েছেন তাদের দু’জনার সময়ের অধিনায়ক মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়াকে ২০১৫ বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক বলেন, ‘প্রতিটি দলে, সবাই মাঠে নামে না। সবাই সেরা বন্ধুও হয় না। ওয়ার্নার একটি শক্তিশালী চরিত্র, জনসনও তেমনি। তারা নেটে একে অপরের প্রতি কঠোর হয়েছিল। আমি এটা দেখেছি কিন্তু আমি এখানে বসে বলতে পারি না যে আমরা যখন খেলতাম তখন তাদের একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি ছিল।’
ক্লার্ক আরও বলেন, ‘আমি ঠিক জানি না সে কেন এমনটা বলল। যদি আপনার মতামত থাকে এবং এটি দলের জন্য আপনার অভিজ্ঞতার ভিত্তিতে যায়, তাহলে আপনি সেটি নিয়ে কথা বলুন। কিন্তু এটা কখনোই ব্যক্তিগত হওয়া উচিত নয়। আমি এটিকে ব্যক্তিগত না করার চেষ্টা করি। যদি এটি ভুলবশত হয়ে থাকে তবে এর জন্য ক্ষমাপ্রার্থী হন কারণ আপনি এটি চান না।’