ক্যারিবিয়ান ডলারে ভিভ রিচার্ডসের ছবি

ক্যারিবিয়ান ডলারে ভিভ রিচার্ডসের ছবি

বর্তমান প্রজন্মের অনেকেরই কিংবদন্তি ভিভ রিচার্ডসের খেলা দেখার সৌভাগ্য হয়নি। সৌভাগ্য বলছি এই কারণে; অনেকের মতে তিনিই ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আগ্রাসী ব্যাটার। যে কারণে আজও বিশ্বজুড়ে ক্রিকেট-প্রেমীদের মনে গেঁথে আছে ক্যারিবীয় এই কিংবদন্তি। ব্যাট হাতে ঝড় তুলে প্রতিপক্ষ বোলারদের ঘুম হারাম করতেন তিনি। সেই বীরত্বের কথা কম বেশি প্রায় সবারই শোনা। এবার এই ক্যারিবিয়ান কিংবদন্তিকে সম্মান জানাল ইস্টার্ন ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিসিবি)।

কিংবদন্তি ভিভ রিচার্ডসের নামে স্মারক মুদ্রা ছাপিয়েছে ইসিসিবি। মূলত তাঁর প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার মূল্যমান দুই ইস্টার্ন ক্যারিবীয়ান ডলার। বিশেষ এই নোটটি বাজারে ছাড়া হবে আগামী ৬ ডিসেম্বর। যা অ্যান্টিগাসহ ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ৬টি দেশ ও দুটি ব্রিটিশ শাসিত অঞ্চলে ব্যবহৃত হবে।

যদিও ক্রিকেটারকে সম্মান জানাতে স্মারক মুদ্রা ছাপার ঘটনা নতুন নয়। এর আগেও বারবাডোজের ব্যাংক নোটে আরেক কিংবদন্তি ক্যারিবিয়ান অধিনায়ক ফ্র্যাঙ্ক ওরেলের ছবি দিয়ে এভাবেই সম্মান জানানো হয়েছিল।

স্মারক মুদ্রায় নিজের ছবি দেখে উচ্ছ্বসিত ভিভও। এ বিষয়ে তিনি বলেন, 'এভাবে সম্মানিত হওয়াটা স্বপ্নের মতো।’

এ বিষয়ে ক্যারিবীয়ান গণমাধ্যম জানিয়েছে, ভিভের ছবিযুক্ত ব্যাংক নোটটি ইসিসিবির ৪০ বছর পূর্তি উপলক্ষে ছাপা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১ ডিসেম্বর) এই কিংবদন্তির জন্মস্থান অ্যান্টিগার স্যান্ডালস গ্র্যান্ডে এই উপলক্ষে একটি অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল। সেখানে ভিভের হাতে এই স্মারক মুদ্রা তুলে দেন ইসিসিবির মনিটারি কাউন্সিলের চেয়ারম্যান অ্যামিলো গনসালভেস।

সম্পর্কিত খবর