কোহলির রেস্তোরাঁয় যে পোশাকে প্রবেশ ‘নিষিদ্ধ’
মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে বিরাট কোহলির একটি রেস্তোরাঁ আছে। নাম ‘ওয়ান ৮’। হঠাৎ কোহলির এই রেস্তোরাঁ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম তোলপাড়। কারণ? এক্সে (সাবেক টুইটার) এক ব্যক্তি অভিযোগ করেছেন, কোহলির সেই রেস্তোরাঁয় নাকি তাকে প্রবেশ করতে দেয়া হয়নি, কারণ তিনি তামিল নাড়ুর স্থানীয় পোশাক ধুতি পরে সেখানে ঢুকতে চেয়েছিলেন।
বিনীত কে নামের সে ব্যক্তি ‘ওয়ান ৮’ রেস্তোরাঁর সামনে থেকে একটি ভিডিও করেছেন এক্সে। সেখানে তিনি লিখেছেন, ‘এটা কোহলির রেস্তোরাঁ। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত। সেখানে পৌঁছনোর পর যে ঘটনার মুখোমুখি হতে হয়েছে, তা অত্যন্ত হাতাশাজনক। ঘটনাটি আমাকে কষ্ট দিয়েছে।’
ঘটনার বর্ণনা দিয়ে বিনীত কে যোগ করেন, ‘আমি জুহুর ‘ওয়ান ৮’ রেস্তোরাঁয় গিয়েছিলাম। রেস্তোরাঁটি কোহলির। আমি তার বড় ভক্ত। ভাল পোশাক পরে যাওয়ার পরেও রেস্তোরাঁ কর্তৃপক্ষ আমাকে ঢুকতে দিতে রাজি হননি। তাদের বক্তব্য, আমি নাকি যথাযথ পোশাক পরিনি! তাদের আচরণ ছিল অত্যন্ত বেদনাদায়ক এবং হতাশাজনক। ফিরে আসতে বাধ্য করা হয় আমাকে।’
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কোহলির কাছে বিচার চেয়েছেন এই ভুক্তভোগী, ‘ জানি না কোহলি এই ঘটনার জন্য কোনো ব্যবস্থা নেবেন কি না। আশা করব এমন ঘটনা ভবিষ্যতে আর কখনও ঘটবে না।’
বিনীত কে’র এই টুইট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষুদ্ধ হন অনেকে। কেউ কেউ সরাসরি কোহলিকে কাঠগড়ায় দাঁড় করান। এই ঘটনায় তার প্রতিক্রিয়া প্রত্যাশা করছেন নেটিজেনরা।
বিশ্বকাপ শেষে এখন বিরতিতে আছেন কোহলি। অস্ট্রেলিয়ার সঙ্গে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অংশ নেননি ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার। ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলেও নেই তিনি। প্রোটিয়াদের বিপক্ষে এই মাসের শেষ দিকে টেস্ট দিয়ে মাঠে ফিরবেন কোহলি।