বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
দু’দফায় বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। প্রথম দফার তিনটি ওয়ানডে ম্যাচ সামনে রেখে এরইমধ্যে বাংলাদেশে অবস্থান করছে নিউজিল্যান্ড দল। ম্যাচগুলো দিয়েই ভারত বিশ্বকাপের জন্য চূড়ান্ত প্রস্তুতি সারবে দু’দল। এরপর বিশ্বকাপ শেষে ফের দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। ম্যাচগুলোর সূচি এরইমধ্যে চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে ঢাকার মিরপুরে। ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। যা শুরু হবে দুপুর দুটায়। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজি টেলিভিশন। সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকবে ডাচ বাংলা ব্যাংক।
ওয়ানডে সিরিজ শেষে ঢাকা থেকেই ভারত বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা হবে কিউইরা। যেখানে আগামী ৫ অক্টোবর আসরের উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে কিউইরা।
বিশ্বকাপ শেষে ফের দ্বিতীয় দফায় ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। খেলবে দুটি টেস্ট। ম্যাচ দুটি হবে আগামী ২৮ নভেম্বর ও ৬ ডিসেম্বর। প্রথম টেস্টটি হবে সিলেটে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়।