সিঙ্গাপুরকে ৮ গোল দিয়ে বছর শেষ সাবিনাদের
কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। বাংলাদেশ নারী ফুটবল দলের তবে সবটাই ভালো হলো। এই বছরের শুরুটা সুখকর হয়নি সাবিনাদের। ফর্ম পড়েছে, কোচ বদলেছে, অকাল অবসরে গেছেন দলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। এতসবের পরও বছরের শেষটা অন্তত সুন্দর হয়েছে নারী ফুটবলারদের। দুই ম্যাচের প্রীতি সিরিজে সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৮-০ গোলে ধসিয়ে দিয়েছে সাবিনা খাতুনের দল।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকেই সিঙ্গাপুরকে চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের প্রথম ১১ মিনিটে গোলের তিনটি সহজ সুযোগ সাবিনা-তহুরাদের দুর্বল ফিনিশিংয়ে হাতছাড়া হয়। তবে সেসব মিস ভুলতে বেশি সময় লাগেনি।
১৬ মিনিটে সাবিনার ফ্রি-কিক থেকে বক্সের মাঝে বল পেয়ে বাংলাদেশকে প্রথম এগিয়ে দেন তহুরা। এর পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা।
২৪ মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় বাংলাদেশ। সানজিদার ক্রসে ঋতুপর্ণার শট গোলকিপার ঠেকিয়ে দিলেও ফিরতি শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান তহুরা। সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচে চার গোল করেছেন বাংলাদেশের নারী ফুটবলের 'মেসি' নামে খ্যাত এই ফুটবলার।
৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে। বিরতির ছয় মিনিট পরই সানজিদা জাল খুঁজে পান, কিন্তু অফসাইডের পতাকা হতাশ করে তাকে। তবে সানজিদা সে হতাশা দ্রুতই ঝেড়ে ফেলেন। ৫৭ মিনিটে বৈধভাবেই লক্ষ্যভেদ করেন। এরপর ম্যাচে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান ঋতুপর্ণাও। ৭০ মিনিটে হ্যাটট্রিক গোলের দেখা প্রায় পেয়েই গিয়েছিলেন তহুরা, কিন্তু অফসাইডের পতাকা তাকেও হতাশায় ডোবায়।
ম্যাচের শুরুর দিকে বেশকিছু সহজ সুযোগ নষ্ট করা অধিনায়ক সাবিনা প্রথম জাল খুঁজে পান ৭৫ মিনিটে।
৬-০ গোলে পিছিয়ে পড়ে গোলকিপার পরিবর্তন করে সিঙ্গাপুর। কিন্তু তাতেও ভাগ্য বদলায়নি তাদের। ৮৭ ও যোগ করা সময়ের প্রথম মিনিটে সুমাইয়া এবং শামসুন্নাহার জুনিয়রের গোলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এই জয়ে সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো বাংলাদেশ। দুই ম্যাচে কোনো গোল হজম করেনি কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা, উল্টো প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ১১ বার।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর সিরিজের প্রথম ম্যাচে একই মাঠে সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ নারী ফুটবল দল।