ঢাকার মাঠে দর্শক চান সোধি
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটের মাঠে হারের মুখ দেখেছে নিউজিল্যান্ড। দলগত দুর্দান্ত পারফরম্যান্স এবং অধিনায়কের বিচক্ষণ সিদ্ধান্তে বেশ স্বাচ্ছন্দ্যেই জয় তুলে নিয়েছে টাইগাররা। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে এটি ছিল বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ জয়।
বাংলাদেশের ঐতিহাসিক এই জয়ের প্রশংসায় পঞ্চমুখ দেশের ক্রিকেট ভক্তরা। শোচনীয় বিশ্বকাপ সফর শেষে এই জয়টি দলের মনোবল পুনরায় জাগিয়ে তোলার জন্য জরুরি ছিল বলে মনে করছেন সবাই। তবে সিলেটের মাঠে দলকে সমর্থন দিতে আশানুরূপ দর্শকের দেখা পাওয়া যায়নি। টিকেট কাউন্টারের কর্মকর্তারাও পার করেছেন অলস সময়।
কিউই স্পিনার ইশ সোধিরও বিষয়টি চোখে লেগেছে। গতকাল (রবিবার) ঢাকায় প্রবেশের সময় শহরের বিশাল জনসংখ্যা দেখে তিনি বলেছেন, ‘ঢাকায় একটি বড় জনসংখ্যা রয়েছে। বাসে করে আসার পথে আপনি দেখতে পাবেন যে এটি অনেক বেশি ঘনবসতিপূর্ণ একটি শহর। তাই অবশ্যই আশা করি যে, সিলেটের তুলনায় ঢাকায় বেশি মানুষ দ্বিতীয় টেস্টটি দেখতে মাঠে আসবে।'
সাদা বলের ক্রিকেটের মতো লাল বলের ফরম্যাটে এই দেশের মানুষ কম অভ্যস্ত, এটিও একটি বড় কারণ মাঠে দর্শক উপস্থিতির ঘাটতি থাকার। অনেকের মতো সোধিও এই বিষয়টি লক্ষ্য করেছেন।
তিনি বলেন, ‘এটা (ক্রিকেট) এই দেশে একটি বিশেষ খেলা। দেশের মানুষের আবেগের সাথে এটা মিশে আছে। তাই আশা করি এই টেস্ট ম্যাচে আমরা সেটার কিছুটা স্বাদ পাব। টেস্ট ক্রিকেটে যখন আপনি প্রচুর দর্শক পান তখন সেটা আপনার জন্য বেশ উত্তেজনাপূর্ণ। সাদা বলের ক্রিকেটে আপনি অভ্যস্ত হয়ে আছেন, কিন্তু লাল বলের ক্রিকেটে ব্যাপারটি আরও উত্তেজনাপূর্ণ।‘
ঘরের মাঠে দর্শকদের এত কম উপস্থিতি দেখে হতাশ হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তও। দলকে সমর্থন দিতে মাঠে দর্শকদের উপস্থিতি বড় ভূমিকা পালন করে এবং প্রভাব ফেলে বলেছেন তিনি। ঢাকার মাঠে সিলেটের চেয়ে বেশি দর্শক উপস্থিতি দেখতে পাবেন, এমনটাই আশা করেন তিনি।
আগামী ৬ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।